রাজ্য

সব মানুষের বিনামূল্যে রেশনের দাবিতে ডেপুটেশন ডিওয়াইএফ‌আই এর


কৌশিক রায়: চিন্তন নিউজ:৮ই এপ্রিল:-ডি ওয়াই এফ এর রাজ্য কমিটির পক্ষ থেকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে আজকে রাজ্যের সমস্ত ব্লকে ৭ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হল..।

ডিওয়াইএফ‌আই কান্দি লোকাল কমিটির পক্ষ থেকে কান্দি ব্লকে ডেপুটেশন দেওয়া হয়।লক ডাউনের নিয়ম মেনে উপস্থিত ছিলেন কান্দি লোকাল কমিটির সদস্য সোমনাথ দাস ও অন্যান্য নেতৃবৃন্দ।-দাবী সমূহ:-
১)সকল পরিবারকে মাসে ১৫ কেজি চাল ও২০ কেজি গম বি ১৯ কেজি আটা দিতে হবে। পরিবারের়
সদস্য বেশি হলে অতিরিক্ত রেশন দিতে হবে।
২)উচ্চ আয়ের মানুষ ব্যতিরেকে সবাইকে বিনামূল্যে রেশন দিতে হবে।
৩) পুরাতন কার্ডেও রেশন দিতে হবে। যাদের কার্ড নেই তাদের অবিলম্বে অস্থায়ী কার্ডের ব্যবস্থা করতে হবে।
৪) বাড়ির নিকটবর্তী রেশন ডিলারের থেকেই রেশন পাওয়ার ব্যবস্থা করতে হবে। আর‌ও অন্যান্য
মোট ৭দফা দাবীতে ডেপুটেশন দেওয়া হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।