রাজ্য

প্রচেষ্টা’ র প্রবঞ্চনা


রুদ্র চক্রবর্তী: চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:- রাজ্যের মানুষ প্রতিদিনের সামান্য খাওয়ার টুকু জোগাড় করতে যখন হিমশিম খাচ্ছে সেই সময় সাধারণ মানুষের সঙ্গে প্রবঞ্চনা করলো রাজ্য সরকার ‘প্রচেষ্টার’ মাধ্যমে। রাজ্য সরকার ঘোষণা করেছিলো যে কাজ হারা পরিবার পিছু নির্দিষ্ট শর্তের মাধ্যমে মাসে ১০০০টাকা করে দেওয়া হবে।

সেই মতো বেশ জাঁকজমক করে ফর্ম বিলি হচ্ছিলো তৃণমূলের থেকে। অনেকে ফর্ম নিয়ে ফিলাপ করে। বিপত্তি হয় ফর্মগুলো জমা দেওয়ার সময়। প্রথমে সরকার ঠিক করে পৌরসভা আর পঞ্চায়েত অফিসে ফর্ম জমা নেওয়া হবে। পরবর্তীতে সিদ্ধান্তের পরিবর্তন করে করা হয় এসডিও অফিসে জমা নেওয়া হবে।

সাধারণ মানুষ যেকোনো উপায়ে এসডিও অফিসে লাইন দিয়ে পরে জানতে পারে এখন ফর্ম জমা নেওয়া হবে না নবান্ন থেকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত।এর ফলে সব জায়গায় সাধারণ মানুষ বিক্ষোভ দেখাতে শুরু করে। কিছু কিছু জায়গায় পুলিশ লাঠি চার্জ করে। এইসময় সরকারের এই অপরিকল্পিত সিদ্ধান্তের ভুক্তভুগি সাধারণ মানুষ।

সূত্রের খবর আগামী ৫/৫/২০২০র আগে “প্রচেষ্টা”প্রকল্পের কোন কিছু সিদ্ধান্ত নেওয়া হবে না।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।