জেলা

ডোমজুড় পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে “নারী শহীদ দিবস” উপলক্ষ্যে রক্তদান


শর্মিষ্ঠা দাস:চিন্তন নিউজ:২৭শে এপ্রিল:- কোভিড১৯ এ আক্রান্ত বিশ্ব। পশ্চিমবঙ্গের চিকিৎসা ব্যবস্থার দৈনতা পরিস্ফুটিত। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা এবং আক্রান্তের সংখ্যা কমিয়ে দেখানোর ভয়ংকর পরিণতি সাধারণ মানুষের বোধগম্য হলেও প্রশাসনিক প্রধানের হেলদোল নেই। হাসপাতাল গুলোর করুণ চিত্র সোস্যাল মিডিয়ার দৌলতে সবারই জানা। এজন্য রোগীদের মোবাইল ফোন রাখা নিষিদ্ধ হয়েছে। অন্যান্য জটিল রোগের চিকিৎসার জন্য রোগীদের ও পরিবারের হয়রানিই সার, পরিষেবা দূর অস্ত।

এরসঙ্গে যুক্ত হয়েছে ব্লাড ব্যাংকগুলোতে তীব্র রক্তের সংকট। লকডাউনের কারণে সংঘটিত করা সম্ভব হচ্ছে না রক্তদান শিবির। কিছুদিন আগেই সমস্ত নিয়ম মেনে রক্তদান শিবিরের আয়োজন করেও পুলিশ প্রশাসনের হাতে হেনস্থার শিকার হয়েছেন সি পি আই (এম) কাউন্সিলর এবং বামপন্থী গণসংগঠনের কর্মীরা।

কিন্তু জীবন যেমন থেমে থাকে না, রক্তের চাহিদাও উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সেকথা স্মরণে রেখেই এআইডিডব্লিউএ হাওড়া জেলা ডোমজুড় পূর্ব আঞ্চলিক কমিটির উদ্যোগে “নারী শহীদ দিবস” উপলক্ষ্যে আজ শ্রমজীবি হাসপাতালে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ৷ মোট ১২জন রক্ত দেন ৷


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।