সুদীপ্তা ঘোষ: চিন্তন নিউজ :২৭শে এপ্রিল:- আজ ২৭ শে এপ্রিল, করোনা উদ্ভুত লক ডাউন পরিস্থিতিতেও সমস্ত স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে উত্তর ২৪ পরগনা জেলার কার্যালয়সহ বিভিন্ন অঞ্চলে সারাভারত গণতান্ত্রিক মহিলা সমিতি (AIDWA)’র পক্ষ থেকে অমর শহিদ কমরেড লতিকা, প্রতিভা, অমিয়া,গীতা ও বিমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগঠনের পতাকা উত্তোলন ও শহিদ বেদিতে মাল্য দান করা হলো।
অপরদিকে রূপা দাস জানান, নদীয়া আড়ংঘাটাতে নারী শহীদ দিবস পালিত হলো ।
শহীদ দিবস পালিত হলো পতাকা উত্তোলন এবং পোস্টারিং এর মধ্যে দিয়ে।
পূর্রাব বর্ধমান থেকে মৃদুলা রায়ের রিপোর্ট, ভারতের গণতান্ত্রিক মহিলা সমিতি কালনা শহর আঞ্চলিক কমিটির নারী শহীদ দিবস পালন