জেলা

সিপিআই(এম) বিভিন্নভাবে মানুষের পাশে


শৌভিক ব্যানার্জি: চিন্তন নিউজ:৫ই মে :-লকডাউনের আজ প্রায় ৪৫ দিন অতিবাহিত হলেও সরকার তার প্রতিশ্রুতি পূরনে ব্যর্থ হয়েছে। এমতাবস্থায় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে সিপিআই(এম) ।

কাল মার্কসের ২০৩তম জন্মদিবসে, ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী) চৌরঙ্গী ২ এরিয়া কমিটির অন্তর্গত ৫০নং ওয়ার্ডে ফিজিক্যাল ডিস্টেন্স মেনেই সাধারণ খেটে খাওয়া মানুষের হাতে খাবার দ্রব্য তুলে দেওয়া হলো।

এই প্রতিকূল সময়ে দাড়িয়েও মানুষের পাশে থাকার লড়াই জারি আছে।আগামী দিনেও মানুষের পাশে থাকার এই লড়াই চলবে…

সারা দেশজুড়ে লকডাউন চলছে, ফলে সাধারণ সাধারণ মানুষের রুটিরুজি বন্ধ। সাধারণ মানুষের এই বিপদের দিনে পাশে দাঁড়িয়েছে সি পি আই (এম)। বিভিন্ন জায়গায়, কোথাও কমিউনিটি কিচেন করে, কোথাও গরিব মানুষের বাড়িতে খাবারের ব্যবস্থা করে দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। লকডাউনের শুরু থেকে সিপিআই(এম) জোড়াসাঁকো ১ এরিয়া কমিটি সাধারণ মানুষদের ত্রান-সাহায্য করছে।

অাজ কার্ল মার্কসের জন্মদিবস উপলক্ষে তারা এলাকার অসহায় প্রায় ৩৭৫টি পরিবারের হাতে খাদ্যসমগ্রী তুলে দিয়েছেন। যদিও তারা মনে করেন চাহিদার তুলনায় এটা খুবই কম। তাই তারা ঠিক করেছেন, অাগামী ৮ তারিখ সকাল ৯টায় অাবারো খাদ্যসামগ্রী তুলে দেবেন।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।