মৃন্ময়ী রং:-চিন্তন নিউজ:২৭শে মে:-বিডিও, সাঁকরাইল উত্তর হাওড়া – র কাছে ডেপুটেশন দিল বামপন্থী গণ সংগঠন গুলো। প্রাকৃতিক দুর্যোগে বিপন্নদের অবিলম্বে ত্রাণ- বিদ্যুৎ- জল- ঘর- বাড়ীর ব্যবস্থা ও করোনা পরিস্থিতিতে শ্রমজীবীদের স্বার্থরক্ষার দাবিতে গণডেপুটেশন।
আমফান, পরবর্তী এক সপ্তাহ অতিক্রম করে গেলেও সাঁকরাইলের বিস্তীর্ণ এলাকায় জনজীবন স্বাভাবিক নয়। এর ওপর রয়েছে কোভিড সংক্রমনের আতঙ্ক। দিশাহীন প্রশাসনকে ডেপুটেশন পত্র দিয়ে বলা হয়, অবিলম্বে জল-বিদ্যুৎ-ত্রান সরবরাহ ২৪ঘন্টার মধ্যে সুনিশ্চিত করতে হবে,
বিপুল সংখ্যক ক্ষয়ক্ষতি পূরণ করতে হবে, পরিযায়ী শ্রমিকদের থাকা খাওয়ার ব্যবস্থা প্রশাসনকে করতে হবে- সরকারী কোয়ারেন্টাইনেই তাদের রাখতে হবে।
এই সময়ে শ্রম আইন শিথিল করা, ছাটাই, বেতন বা মজুরি বন্ধ করা বা পরিমাণ হ্রাস করা চলবে না।
প্রশাসনিক স্তরে সব কিছুই যদি গুরুত্বহীন হয়ে পড়ে তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে উঠবে বলে জানানো হয়।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করে জানান ,নিশ্চয়ই দাবীগুলিকে গুরুত্ব দিয়ে জনজীবনকে শান্তিতে রাখতে সাহায্য করবে প্রশাসন। এলাকার বিপুল সংখ্যক মানুষ এই ডেপুটেশন এ উপস্থিত ছিলেন।