জেলা

সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের দ্বিবার্ষিক অঞ্চল সম্মেলন- ধূপগুড়ি


সঞ্জিত দে: চিন্তন নিউজ: ১৭ জানুয়ারি ঃ-  ধূপগুড়ির বারোঘড়িয়া গ্রামপঞ্চায়েতের  সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের  দ্বিবার্ষিক  অঞ্চল সন্মেলন  অনুষ্ঠিত  হলো রবিবার  ভেমটিয়া গ্রামের এম এস কে বিদ্যালয়ে।

সম্মেলন  উদ্বোধন  করে বক্তব্য রাখেন  সংগঠনের  থানা সম্পাদক  মানিক চক্রবর্তী। সন্মেলন  পরিচালনা  করেন জাকির  হোসেন  মতিনা খাতুনকে নিয়ে গঠিত সভাপতিমন্ডলী।গ্রামপঞ্চায়েতের  বিভিন্ন বুথ থেকে ২০ জন মহিলা সহ ৮০ জন প্রতিনিধি  উপস্থিত  ছিলেন।সম্মেলন শুরুর আগে প্রতিনিধিদের নিয়ে এক মিছিল ওভার ব্রীজ  রেল গেট বাজার এলাকা পরিক্রমা করে।

সম্মেলনকে অভিনন্দন  জানিয়ে বক্তব্য  রাখেন প্রবীন কৃষক  নেতা সুভাষ  রায় পার্টির এরিয়া কমিটির সম্পাদক মুকুলেশ রায় সরকার  প্রাক্তন বিধায়ক  পার্টি নেত্রী  মমতা  রায়  ডি ওয়াই  এফ  আই  জেলা  সভাপতি নূর আলম কৌশিক দাম প্রমুখ। সম্মেলন  থেকে সংগঠনের নিজস্ব  দাবিদাওয়া  নিয়ে এবং দিল্লির কৃষক  আন্দোলনের  প্রতি সংহতি জানিয়ে  প্রস্তাব গৃহীত  হয়। জাকির  হোসেনকে সভাপতি  রুস্তম আলিকে সম্পাদক  করে ১৭ জনের অঞ্চল কমিটি  গঠিত হয়।



মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।