চিন্তন নিউজ:::— ১৭ই জানুয়ারি::- সোমনাথ ঘোষ জানান, কৃষি আইন বাতিলের দাবিতে ও বিদ্যুত সংশোধনী বিল প্রত্যাহার ও দ্রব্যমূল্য বৃদ্ধির বিরুদ্ধে আজ দিল্লিতে কৃষক আন্দোলনকে সংহতি জানিয়ে নদ নদী খাল ঘেরা খানাকুল দুই নম্বর ব্লক কৃষক সমিতির ও খেতমজুর ইউনিয়নের উদ্যোগে পলাশপাই ১ নং পঞ্চায়েতের মুস্তাফুর থেকে চব্বিশপুর বাজার প্রায় সাত কি মি পথ ২০টা বুথ স্পর্শ করে শ্লোগান মুখরিত দৃপ্ত মিছিল বন জঙ্গল ঘেরা নদীর বাঁধের উপর দিয়ে এগিয়ে চললো চিংড়া জি পির ভিতর দিয়ে চব্বিশপুর বাজারের দিকে । ২০১১ সালের পর এই প্রথম লাল পতাকার সংগ্রামী মিছিল ঐ এলাকার বাসিন্দারা দেখলেন। ভয় ভীতি ও সন্ত্রাসকে উপেক্ষা করে শ’য়ে শ’য়ে মহিলা পুরুষ মিছিলে পা মেলান
।সামনে প্রায় পঞ্চাশটি সুসজ্জিত মোটর বাইক জাঠা মিছিলকে এগিয়ে নিয়ে যায়। বাঁধের দুই ধারে অসংখ্য মানুষ মিছিলকে স্বাগত জানান, শঙ্খধ্বনি করেন ।
মিছিলের সূচনা করে বক্তব্য রাখেন ভাস্কর রায ।উপস্থিত ছিলেন ভজহরি ভুইঞা সহ ব্লকের কৃষক ও খেতমজুর নেতৃত্বগণ ।আগামী দিনে বৃহত্তর আন্দোলনে শপথ গ্রহণ করেন মিছিলের মানুষজন।সঠিক সময়ে বোরো চাষের জল না এলে লাগাতার ধরনায বসবেন দু নম্বর ব্লক চত্বরে ।চববিশপুর বাজারে জাঠা মিছিল শেষ হলে পথসভা শুরু হয় ।সভাপতিত্ব করেন অসীম বাগ ।বক্তব্য রাখেন ভজহরি ভুইঞা, বংশীবদন মৈত্র ।এলাকার মানুষের মধ্যে এই জাঠা মিছিল কে ঘিরে উৎসাহ উদ্দীপনা দেখা গেল ।প্রায ছয় শতাধিক মানুষ পদযাত্রায অংশ নেন ।
এদিকে জয়দেব ঘোষ জানিয়েছেন নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পাণ্ডুয়া জোনাল কমিটির ১২তম সাধারণ সভা আজ বৈঁচি চক্রের প্রতিভা প্রাথমিকে অনুষ্ঠিত হলো।
আবার আজকে চন্দননগর ১৫ নং ওয়ার্ড এর সংযুক্ত নাগরিক কমিটির উদ্যোগে এক সফল রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।। এই করোনা আবহাওয়ায় রক্তের সমস্যা অনেকটাই মিটবে বলে আশা অঞ্চলের মানুষের।।
আবার সিদ্ধার্থ গুহ হুগলি জেলার ডানকুনি থেকে জানান ডানকুনি সিপিআইএম এরিয়া কমিটি ও জাতীয় কংগ্রেসের উদ্দ্যোগে ডানকুনি পৌর এলাকার বুথ ভিত্তিক জাঠা মিছিলের প্রথম দিন.. ১৭,২৪ ও ৩১ শে জানুয়ারি ডানকুনি পৌরসভার প্রত্যেক ওয়ার্ড ভিত্তিক জাঠা মিছিলের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের তুঘলকি নীতি, কৃষি বিল বাতিলের দাবীতে, রাজ্যের শাসক দলের বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন মিথ্যা মামলায় কমরেড দের হেনস্থার বিরুদ্ধে, স্কুলের চাকরি, সরকারি বিভিন্ন দপ্তরে চাকরীর পরীক্ষাগুলোতে দুর্নীতির প্রতিবাদে এই জাঠা মিছিল।