জেলা রাজ্য

রেশনের চাল অবৈধ পাচার আটকে,প্রান্তিক মানুষের মধ্যে বিলি করলেন বাম যুব কর্মীগণ


কিংশুক ভট্টাচার্য্য:চিন্তন নিউজ:১২ই জুন:- গতকাল ১১ই জুন২০২০ বাঁকুড়া শহরের ১৭নং ওয়ার্ড এলাকায় একটি মিলের পথে ৫০কেজির আট(৮) বস্তা চাল নিয়ে একটি টেম্পো যাওয়ার সময় এলাকার যুবকদের সন্দেহ হওয়ায় টেম্পোটিকে আটকে প্রশ্ন করতেই টেম্পো চালক বলেন যে চালটি এলাকার মুদি দোকান তারাপদ গরাইয়ের কাছ থেকে সামনের রাইসমিলে পৌঁছাতে যাচ্ছে। যুবকরা এলাকার বিদায়ী বামফ্রন্টের সিপিআই কাউন্সিলর প্রদীপ দাসকে খবর দেন ও প্রায় তৎক্ষনাৎ শ্রী দাস অকুস্থলে পৌছান। কিন্তু এই সময়ের মধ‍্যেই টেম্পো চালক সব ফেলে আত্মগোপন করে।

শ্রী প্রদীপ দাসের সাথে কথা বলে জানা যায় যে এই অবস্থায় টেম্পো চালকের কথার সূত্র ধরে তারাপদ গরাই ও মিলে খোঁজ খবর করলে উভয়ই ঐ ৮ বস্তা চালের মালিকানা অস্বীকার
করেন।

এমতাবস্থায় এলাকার বিদায়ী বামপন্থী কাউন্সিলর শ্রী প্রদীপ দাস এলাকার যুবদের সাথে আলোচনা সাপেক্ষে ঐ উদ্ধার হওয়া ৮(আট) বস্তা তথা চার ক‍্যুইন্টাল উদ্ধারকৃত চাল এলাকায় বসবাসকারি অতি গরীব প্রান্তিক মানুষের মধ‍্যে বিলি বন্টন করে দেওয়ার ব‍্যাবস্থা করেন।

প্রসঙ্গক্রমে শ্রীদাস বলেন রাজ‍্য ও কেন্দ্র সরকারের অপরিকল্পিত ও ব‍্যর্থ প্রশাসনিক ব‍্যাবস্থার কারনেই কর্মহীন গরীব মানুষ অসাধু ব‍্যবসায়ীদের অনৈতিক কাজের সাথে জড়িয়ে পরতে বাধ‍্য করছে।”

তিনি বলেন , “বামপন্থীদের পক্ষ থেকে বারবার দাবী করা সত্তেও প্রত‍্যেক গরীব মানুষকে মাসিক ৭৫০০টাকা করে দেওয়া হচ্ছে না। অথচ কাজ না থাকায় গরীব মানুষ কপর্দক শূন‍্য। শুধু রেশনের চালতো আর সব চাহিদা মেটাতে পারেনা, সুতরাং ঐ চাল সস্তায় ব‍্যাবসায়ীদের কাছে বিক্রি করে নুন, তেল, ডাল ইত‍্যাদির মতো অতি প্রয়োজনীয় নিত‍্য ব‍্যাবহার্য সামগ্রী ক্রয় করতে বাধ‍্য হচ্ছেন। আর সেই চাল আবার মিল মালিকদের হাত ঘুরে রেশনে বন্টিত হচ্ছে। ফলে মিল মালিকদের অবৈধ ভাবে বাড়তি আয়ের রাস্তা খুলে যাচ্ছে। আজকের উদ্ধার হওয়া চাল হয়তো একইভাবে ঐ ঊদ্দেশ‍্যেই মিলে যাচ্ছিল।”


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।