জেলা

পূর্ব বর্ধমান জেলার খবর


চিন্তন নিউজ, কল্পনা গুপ্ত: ১৭ ই জানুয়ারি – আজ জেলার নানান জায়গায় এলাকার ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে, মহিলা, যুবদের নিয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ও ক্রিকেট প্রতিযোগিতা করা হয়। যুব ফেডারেশন বর্ধমান শহর ১আঞ্চলিক কমিটির বিধানপল্লী রায়নগর প্রাথমিক কমিটির উদ্যোগে বিধানপল্লী রাজারবাগান মাঠে এলাকার ছোট ছেলে মেয়ে, মহিলা ও সাধারণ মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা। ১৪টা ইভেন্ট সহ প্রায় চারশত মানুষ উপস্থিত ছিলেন খেলার মাঠে। উপস্থিত ছিলেন যুব ফেডারেশনের পূর্ব বর্ধমান জেলা সভাপতি স্বর্নেন্দু দাস।

কালনা শহর আঞ্চলিক কমিটির উদ্যোগেও আন্তঃওয়ার্ড ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধনী খেলা শুরু হ’ল আজ থেকে সংগঠনের পতাকা উওোলনের মধ্যে দিয়ে। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডাঃ গৌরাঙ্গ গোস্বামী।

সারা ভারত কৃষক সভা, বর্ধমান সদর-১ ব্লক কমিটির রায়ান-২ অঞ্চলের ১৬তম অঞ্চল কৃষক সভার সম্মেলন চিত্তরঞ্জন ব্যানার্জি নগর (সাপার) ও গুরুপদ পাল মঞ্চ সাপার গ্রামে অনুষ্ঠিত হলো। রক্তপতাকা উত্তোলন ও শ্রদ্ধা জ্ঞাপন করেন নেতৃত্ব রাজেশ্বর দাঁ। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন কৃষক সভার নেতৃত্ব দেবু রায়। উপস্থিত নেতৃত্ব দেবদাস বসু, আবুল হাসনাত জালালি, অরবিন্দ পাঁজা, জয় হিন্দ ঘো্‌ষ, ধনঞ্জয় বাউরী্, প্রবীর তা, প্রণব চ্যাটার্জী, খেতমজুর জেলা নেতৃত্ব শেখ সালালউদ্দিন। নবনির্বাচিত সভাপতি রাজেশ্বর দাঁ, সহ-সভাপতি সুশান্ত দে, শেখ আব্দুল হানিফ। সম্পাদক উত্তম কোনার, সহ-সম্পাদক শেখ চাঁদ, সুভাষ পাল।

সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে রায়না-২ ব্লক কমিটির উদ্যোগে উচালন অঞ্চলের মনিয়ারি, ফটিক গ্রাম, বাবলা, নবীন গঞ্জ ও পলতা-যাদবপুর গ্রামে জাঠা মিছিল সংগঠিত হলো।
এই সমস্ত দাবীর ভিত্তিতে –
১-রাজ্যসরকার কে ফোরেদের কাছে নয়, চাষীদের কাছ থেকে ন্যায্য মূল্যে ফসল কিনতে হবে।
২-পেট্রল, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি অবিলম্বে কমাতে হবে।
৩-রেগায় ১০০দিনের কাজ কে বছরে ২০০দিন করতে হবে এবং দৈনিক ৬০০টাকা মজুরী দিতে হবে।
৪-কৃষক বিরোধী নয়া কৃষী আইন বাতিল করতে হবে।বিভিন্ন গ্ৰামে পথসভা অনুষ্ঠিত হয়।

আগামী ২ ফেব্রুয়ারি পূর্ব বর্ধমান জেলার সমাবেশের সমর্থনে আজ সিপিআই(এম), বর্ধমান শহর-২ এরিয়া কমিটির উদ্যোগে নীলপুর প্রভাত সংঘের সামনে পথসভা অনুষ্ঠিত হলো। সভার শুরুতে কমরেড জ‍্যোতি বসুর প্রয়াণ দিবস উপলক্ষে প্রতিকৃতীতে মাল‍্যদান করা হয়। পথসভায় সভাপতিত্ব করেন কমরেড শৈলেন বসাক। বক্তব্য রাখেন কমরেড অরিন্দম মৌলিক ও কমরেড অতনু হুই।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।