সুদীপ্ত সরকার: চিন্তন নিউজ:২৪শে জুলাই:- সারা ভারত কৃষক সভা, সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন, ও সি.আই.টি. ইউ এর ডাকে করোনা মোকাবিলায় সন্পূর্ণ ব্যর্থ কেন্দ্র ও রাজ্য সরকারের বিরূদ্ধে এবং লকডাউন পরিস্থিতিতে আয়কর দেয়না এমন পরিবার গুলিকে মাসিক ৭৫০০টাকা ও রেশনে মাথাপিছু ১০কি.গ্রা. খাদ্য শষ্য দেওয়ার দাবী সহ অন্যান্ন দাবী নিয়ে আজ বেলা ১১টা থেকে ১২টা বি.ডি.ও গেটে আর জাঙ্গীপাড়া গ্রামীণ হাসপাতালের গেটে বিক্ষোভ দেখানো হয়৷ এর সাথে রাজ্যের বেহাল স্বাস্থ্য ব্যবস্থার কথা পথ চলতি মানুষের কাছে তুলে ধরা হয় ও করোনা নিয়ে সতর্কতা, সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে প্রচার করা হয়৷
রুদ্র চক্রবর্তী, চিন্তন নিউজ: এস এফ আই ও ডি ওয়াই এফ আই বলাগর ২নম্বর আঞ্চলিক কমিটির পক্ষ থেকে বিগত বছর গুলোর মতো এবছরও মর্যাদার সাথে স্মরণ করা হলো দেশের সেনা বাহিনীর বীর জওয়ান সফিউল ইসলামকে। বীর জওয়ান সফিউল ইসলামের নামাঙ্কিত স্মৃতিসৌধে মাল্যদান করা হয় দুই সংগঠন এবং সাধারণ মানুষের পক্ষ থেকে।২০০২ সালে ২৪শে জুলাই আজকের দিনেই কাশ্মীরে জঙ্গীদের সাথে লড়াই করতে গিয়ে শহীদের মৃত্যুবরন করেন জওয়ান সফিউল ইসলাম। প্রতিবছর এই দিনটিতে রক্তদান শিবিরের আয়োজন করা হয় যা এবছর মহামারীর কারণে করা যায় নি। সফিউলের পরিবারের পক্ষ থেকে প্রতিবছরের ন্যায় এবছরও ৫জন ছাত্র-ছাত্রীকে পড়াশুনার জন্য আর্থিক সাহায্য করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই বলাগর ২নং আঞ্চলিক কমিটির সম্পাদক এবং জেলা কমিটির সদস্য সোমনাথ দত্ত,সভাপতি আশীষ মজুমদার সহ আরো অনেকে।
চিন্তন নিউজ, ডানকুনি, হুগলি, জেলার সংবাদ সংগ্রাহক সিদ্ধার্থ গুহ জানিয়েছেন যেকরোনা ভাইরাসের দরুন পশ্চিমবঙ্গ সহ দেশের বাকি রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলের পরিস্থিতি খুব খারাপের দিকে ধাবমান।। এই আবহে কেন্দ্রীয় সরকার কিছু তুঘলকি সিদ্ধান্ত গ্রহণ করেছে,যা সাধারণ মানুষের কল্পনাতীত,এর সাথে পশ্চিমবঙ্গের বর্তমান শাসক কেন্দ্রীয় সরকারের সহিত তাল মেলাতে গিয়ে সাধারণ মানুষ কে বিপদের মুখে ঠেলে দিচ্ছে।।।
বিগত মাস দুয়েক আগে ঘটে যাওয়া আমফান ঘূর্নিঝড়ে দক্ষিনবঙ্গের ৮টি জেলা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তার দরুন অনেক মানুষ ভিটে হারা।সেই সকল মানুষের জন্য পশ্চিমবঙ্গ সরকার অনেক প্রকল্প গ্রহণ করলেও বাস্তবে তা পুরণ হয়েনি। ওই মানুষ গুলোকে তাদের প্রাপ্য অর্থ,দ্রব্য সামগ্রী দেওয়ার বদলে বাংলার বর্তমান সরকারের দুর্নীতি গ্রস্থ নেতা নেত্রী,জন প্রতিনিধিরা সেই অর্থ ও দ্রব্য নিজের পকেটস্থ করছেন।। এছাড়া রাজ্য ও কেন্দ্রীয় সরকারের কিছু তুঘলকি নীতি যেমন – পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধি করা ইত্যাদি এই সবের প্রতিবাদে এবং সাধারণ মানুষের জন্য আরও কিছু দাবী দাওয়া নিয়ে আজ ডানকুনিতে সিপি আই এম এরিয়া কমিটি ও বাম ছাত্র যুব দের উদ্দ্যোগে এক প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়ে।এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন ডানকুনি সিপি আই এম এরিয়া কমিটির সম্পাদক কমঃমানিক সরকার, বাম ছাত্র যুবদের স্থানীয় নেতৃত্ব, সমাজের বিশিষ্ট শিক্ষিক শিক্ষিকা,বাম মনোভাবাপন্ন বিশিষ্টজন।
আজকের এই কর্মসূচি ঘিরে মানুষের উৎসাহ চোখে পড়ার মতোন, এবং স্থানীয় মানুষের প্রতিক্রিয়াও বেশ চোখে পড়ার মতোন।। তাদের সাথে কথা বলতে গিয়ে, তারা বর্তমান সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন, তাদের অভিযোগ বর্তমান সরকার ক্ষমতাতে আসার আগে যে সব প্রতিশ্রুতি দিয়েছিল, তার কিছুই বাস্তবায়ন হচ্ছে না, যা হচ্ছে সেগুলো লোক দেখানো।। তাদের কথা অনুযায়ী বর্তমান সরকারের থেকে আগের সরকার অনেক ভালো ছিল।।
আরামবাগ থেকে সংবাদ সংগ্রাহক কৌশিক মালিক জানান যে আজ আরামবাগ সিপিআইএম ২নং এরিয়া কমিটির উদ্যোগে মায়াপুর বাজারে আমফান সহ একাধিক দুর্নীতির বিরুদ্ধে ও করোনা ভয়াভয় পরিস্থিতি নিয়ে কেন্দ্র সরকারের ব্যর্থতা নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচী পালন করা হল…
সংবাদ সংগ্রাহক আবীর মুখোপাধ্যায় জানিয়েছেন যে ২৪ শে জুলাই ভারত কৃষক সভার আহ্বানে ১০ দফা দাবি ও ক্ষেত মজুরদের মজুরী বৃদ্ধির দাবীতে বিক্ষোভ কর্মসূচি , সমাবেশ ইটাচুনা খন্যান অঞ্চলে র মাখান্ডী গ্রামে।। উপস্থিত ছিলেন _কেশব মন্ডল,পার্থ ঘোষ, প্রমুখ স্থানীয় নেতৃবৃন্দ। বিক্ষোভে দাবী উঠে ১০০ দিনের কাজকে ২০০ দিন করতে হবে।আমফান ঘূর্ণিঝড়ের প্রভাবে যে টাকা এসেছিল তা কারা কারা পেল তার লিস্ট অবিলম্বে টাঙাতে হবে।।
সংবাদ সংগ্রাহক প্রদ্যুৎ সরকার জানান যে-: ডি ওয়াই এফ আই এবং এস এফ আই বাঁশবেড়িয়া ইউনিটের পক্ষ থেকে ১৪ জন মাধ্যমিকে পাশ করা কৃতি ছাত্র-ছাত্রীদের সংবির্ধনা দেওয়া হয় বাড়ি বাড়ি গিয়ে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন যুব নেতা শুভঙ্কর বিশ্বাস সহ আরো অনেক।
আবীর মুখোপাধ্যায় আরও জানান, পান্ডুয়ার বেলুন ধামাসীন অঞ্চলে সারা ভারত কৃষক সভা,ক্ষেতমজুর ইউনিয়নের আহ্বানে ১০ দফা দাবী সহ মজুরী বৃদ্ধির দাবিতে ধামাসীন, পাঁচপাড়া,রুদ্রষান্ডা গ্ৰামে মিছিল ও পথসভা সংগঠিত হয়। কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের নেতৃত্বে।
চন্ডীতলা ১ ব্লক এলাকায় কৃষক সভা ক্ষেতমজুর ইউনিয়ন ও সি আই টি ইউ সহ বামপন্থী গনসংঠনের ৭ টি পঞ্চায়েত এলাকায় আজকের কর্মসূচি ।এই কর্মসূচিতে স্বপন বটব্যাল রঘুনাথ ঘোষ সোমনাথ ঘোষ আজিম আলি আশীষ চ্যাটার্জী সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন।