দেবপ্রসাদ মন্ডল: চিন্তন নিউজ:৩০শে মার্চ:–মালদা জেলার কালিয়াচক- ১ ব্লক এসএফআই ও ডিওয়াইএফআই এর (#SFI/#DYFI) নেতৃত্বে করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সহযোগিতা করতে তৈরি করা হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার ।
আজ ডিওয়াইএফআই রাতুয়া ১/২ এর পক্ষ থেকে করোনা মোকাবিলায় সামসী হাসপাতাল , সামসী স্টেট ব্যাঙ্ক ও ,সামসী পুলিশ ফাঁড়িতে হ্যান্ড স্যানিটাইজার দেওয়া হল।