রাজ্য

বাঁকুড়ার গণনাট্য আন্দোলনের কান্ডারী ঊষাকান্তি ঘোষের জীবনাবসান


কিংশুক ভট্টাচার্য:চিন্তন নিউজ:৩রা মার্চ:–বাঁকুড়া গণনাট‍্য আন্দোলনের অন‍্যতম কান্ডারী, বাঁকুড়া কান্ডারী শাখার সম্পাদক, গণনাট‍্য সংঘের জেলা নেতৃত্ব, প্রাক্তন ছাত্র আন্দোলনের নেতৃত্ব, কমিউনিষ্ট পার্টি(মার্ক্সবাদী)র সদস‍্য অজাতশত্রু,ঊষাকান্তি ঘোষ গতকাল বাঁকুড়ার এক নার্সিং হোমে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৫৯বছর।

ভাদুল গ্রামের এই মানুষটি আশি’র দশকে ছাত্র আন্দোলনে যুক্ত ছিলেন। বাঁকুড়া সম্মিলনী কলেজের ছাত্র ছিলেন ঊষাকান্তি ঘোষ। তাঁর হাত ধরেই বাঁকুড়া জেলার গণনাট্য এক আলাদা মাত্রা পায়। বিভিন্ন পরিস্থিতিতে পথনাটিকা করতেন জেলার বিভিন্ন স্থানে। অত্যন্ত কৃচ্ছসাধন, অনটনের মধ্যেও অমলিন ছিল তাঁর মুখের হাসি।

কারও সাথে মনোমালিন্য হীন। মুখজুড়ে অমলিন হাসি, অথচ বুকের ভিতর বেদনা। দ‍্য ওয়ারিওর কমরেড ঊষা কান্তি ঘোষ,অপরাজেয় কমরেড গতকাল বাঁকুড়ার একটি বেসরকারি হাসপাতালে জীবন থেকে মরনের পথে যাত্রা করলেন। দীর্ঘ তেতাল্লিশ বছর রাজনৈতিক জীবনে ছেদ পড়ল। ব়াঁকুড়া জেলা তথা গণনাট্য শাখা হারালো এক অমূল্য কর্মীকে। এই ক্ষতি অপূরণীয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।