রত্না দাস:চিন্তন নিউজ:৩রা মার্চ:- হুগলী-চুঁচুড়ার ধরমপুর। এই ধরমপুরে একটি অ্যাথলেটিক ক্লাব আছে। ক্লাবের মাঠটি বিশাল। এই মাঠে সবধরনের খেলাধুলা প্র্যাকটিস হয় আবার কোচিংও দেওয়া হয়। ক্লাবটি তৃণমূল পরিচালিত। সকালে কিংবা বিকেলে মাঠে গেলে এই দৃশ্য সকলেরই চোখে পড়বে । আবার সব বয়সের স্বাস্থ্য সচেতন মানুষ এখানে আসে ভ্রমণে।
গতকাল মাঠে প্রাতঃভ্রমণে গিয়ে মানুষ দেখলো, এক জায়গায় একদল ছেলেকে নিয়ে একজন কোচ ট্রেনিং দিচ্ছেন । ছেলেগুলির বয়স পনেরো ষোল থেকে কুড়ি বাইশ এর মধ্যে হবে। খানিকবাদে একটা ধ্বনি শুনে চমকে তাকায় তারা সবাই। হর হর মহাদেব ও জয় শ্রীরাম বলে ধ্বনি দেয় বেশ খানিকক্ষণ। তারপর তাদের খেলা শুরু করে। তৃণমূল পরিচালিত ক্লাবে আরএসএস এর ট্রেনিং দেখে অবাক স্থানীয় মানুষজন।