বিদেশ রাজ্য

ইছামতীকে স্বচ্ছ করতে বদ্ধপরিকর গাইঘাটার মানুষ।


সূপর্ণা রায়:চিন্তন নিউজ:২রা অক্টোবর:–একদিন ইছামতী নদীর জন্য গাইঘাটা এলাকার মানুষের সহযোগীতায় এবং সেচ্ছা শ্রমের বিনিময়ে ইছামতীকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।। ভারতের গাইঘাটার ঝাউডাঙা বাজারে এই প্রকল্পের উদ্বোধন করেন বনগাঁর মহকুমা শাসক কাকলী মুখার্জি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সদস্য গোবিন্দ দাস।। এসডিও কাকলী মুখার্জি বলেন জোর করে বা মানুষের উপর চাপিয়ে দিয়ে কোনো ভালো কাজ হয়না।

ইছামতী ভারত_ বাঙলাদেশের সীমান্তে অবস্থিত । বাগদা থেকে বেড়িগোপালপুর পর্যন্ত প্রায় ৮৫ কিলোমিটার দীর্ঘ এই নদী।। বাগদা, বনগাঁ,গাইঘাটা ব্লকের মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত।।। নদী রং বেশীর ভাগ অঞ্চল কচুরিপানাতে ভর্তি।। এলাকার মানুষ নদীতে যথেচ্ছ পরিমাণে ময়লা,প্লাস্টিক, আবর্জনা আর কচুরিপানা পচে নদী রং জল দূষিত হচ্ছে।। এখন মানুষ এর মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে তা্রা সেচ্ছা শ্রম দিয়ে নদী পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে বদ্ধপরিকর।।

বিডিও জানান ইছামতী নদীকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে সেই পরিষ্কার জল চাষের কাজে ব্যবহার করা হবে।।গাইঘাটা ব্লকের পক্ষ থেকে ইছামতী নদীর ডুমাবাওড় কে কচুরিপানা মুক্ত করতে হবে।। আগে এখানে প্রচুর পরিযায়ী পাখি আসত এখন আর আসেনা।।ভুয়া বাঁওড়য়ে আগে প্রচুর মাছ চাষ করা হত _আর হয়না এখন তাই কচুরিপানা পরিষ্কার করা একান্ত প্রয়োজন।। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তিবাদী সমিতির সদস্য রা।। নদী পরিষ্কার হলে সবচেয়ে উপকৃত হবেন মাছ ব্যাবসায়ীরা।। তারাই পড়ছেন সবচেয়ে বেশি অর্থ সঙ্কটে।।।।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।