রাজ্য

সংকটকালে মানবিক দৃষ্টান্ত স্থাপন,


নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:-৫ই এপ্রিল:–একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন চিন্তন এর সদস্য শিলিগুড়ির সাংবাদিক এবং স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা , ঘটনায় প্রকাশ শিলিগুড়ি মহাকুমার বাগডোগরা গোসাইপুর এলাকার এক অন্ধ দম্পতি দু’বছরের শিশু সন্তান নিয়ে গত কয়েকদিন প্রায় অনাহারে দিন কাটাচ্ছিলেন , কয়েকদিন দিন গুজরান হচ্ছিল প্রতিবেশী যাদের বেশিরভাগই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক কিংবা দিনমজুর। পরবর্তীতে তারা নিজেরাই অসহায় অবস্থায় পড়ে যাওয়ায় তাদের পক্ষে সহায়তা করা সম্ভব নয় এমনকি প্রশাসনিক স্তর থেকেও কোনরকম সাহায্য না আসায় তারা যোগাযোগ করে চিন্তন নিউজের শিলিগুড়ির সংবাদদাতা মিঠুন ভট্টাচার্যর সাথে।

সাথী মিঠুন তাদের সংস্থা ‘মানবিক প্রয়াসের’ পক্ষ থেকে সাহায্য করতে চাইলেও প্রশাসনিক নিষেধাজ্ঞা থাকায় প্রায় ৩২ কিলোমিটার দূরে যাওয়া সম্ভব হয়ে ওঠে না। কিন্তু সেই মানবিক মুহূর্তকে সামনে রেখে যেহেতু হাতে হাত দিয়ে বসে থাকা সম্ভব হচ্ছিল না যোগাযোগ করা হয় শিলিগুড়ির একটি জনপ্রিয় দৈনিক সংবাদ মাধ্যমের এক সাংবাদিক বন্ধু রাহুল মজুমদার এর সাথে। মিঠুনের মুখে ঘটনা শোনার সাথে সাথেই রাহুল বাবু তার সহকর্মী সাগর বাগচীকে সঙ্গে নিয়ে ওই দম্পতির বাড়ি গিয়ে তাদের নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ শিশুটির জন্য পর্যাপ্ত দুধ ও শিশুখাদ্যের ব্যবস্থা করে দিয়ে আসেন , এবং একটু সময় পাওয়ার পরে পরবর্তীতে ” মানবিক প্রয়াস ” ও বাগডোগরা এলাকার আরো একটি স্বেচ্ছাসেবী সংগঠন ” মানুষের সাথে ” র মিলিত প্রচেষ্টায় রাতের দিকে আরো একবার মানুষের সাথে এর পক্ষ থেকে যীশু দত্ত এবং তার সহকর্মীরা পুনরায় গিয়ে ওই পরিবারের হাতে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী খাদ্যবস্তু ও শিশু সন্তানের জন্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্য ও ফলমূল ইত্যাদি দিয়া আসেন। এবং এক দু দিনের মধ্যেই পুনরায় ওই দম্পতির হাতে এক মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিশেষ প্রয়োজনের জন্য কিছু নগদ অর্থ তুলে দেওয়া হবে বলে জানানো হয়।

চিন্তন এর পক্ষ থেকে রাহুল মজুমদার মানবিক প্রয়াস এবং মানুষের সাথের সকলকে ধন্যবাদ জানাই ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।