রাজ্য

অবলুপ্তির পথে সাঁওতাল লোকনৃত্য ”সাড়পা ” ….


মীরা দাস: চিন্তন নিউজ:৬ই নভেম্বর:–কালের অমোঘ নিয়মে সাঁওতাল জনগোষ্ঠীর লোকনৃত্য ‘সাড়পা ‘ আজ অবলুপ্তির পথে। এক সময় বিভিন্ন জেলায় এই ‘ সাড়পা ‘ নাচের দল ছিল। এখন হাতে গোনা কয়েকটি দল এই নাচের সঙ্গে যুক্ত আছে, যেমন পুরুলিয়া জেলা ,বরাবাজার, মানবাজার – ২ ।এই নাচের ধারাকে বাঁচিয়ে রাখতে উদ্যোগী হয়েছে আদিবাসী ও লোকশিল্পী সঙ্ঘ। সাঁওতাল আদিবাসীরা বাদনা এবং সাহরাই পরবের সময় এই নাচটি নাচে।
এই নাচটিতে পদসঞ্চালনের সঙ্গে সঙ্গে সাড়পা নামের একটি বাদ্যযন্ত্রে করতাল দিয়ে তাল তোলা হয়, এই নাচে ধামসা, মাদল ব্যবহৃত হয় না। এখন বাঁশীর ব্যাবহার হয়, দৈনন্দিন জীবনের গল্পগাথা নিয়েই গান বাঁধা হয়। কয়েকটি কাঠের দন্ড ও মুগুর করতাল সহযোগে..সাড়প -সাড়প শব্দ ভেসে ওঠে। লোক সংস্কৃতির গবেষক শ্রী জলধর কর্মকার জানিয়েছেন সাড়পা নামের এক যন্ত্রের তালে তালে নাচা হয় বলে এই নাচ কে সাড়পা নৃত্য বলে অভিহিত করা হয়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।