কল্পনা গুপ্ত:চিন্তন নিউজ:৩০শে মার্চ:– সারা বিশ্বে তথা ভারতে যখন করোণায় আক্রান্তদের সংখ্যা বেড়েই চলেছে এবং বিশ্ববাসী লক ডাউন অবস্থায় গৃহবন্দী তখন এক নতূন সমীক্ষার তথ্য সামনে এসেছে। যাদের দেহে প্রতিরোধ ক্ষমতা কম তাদের করোণায় আক্রান্ত হবার সম্ভাবনাও বেশী।ইউরোপীয়ন সেন্টার ফর ডিসিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (European Center for Disease Control and Prevention )এর পক্ষ থেকে জানানো হয় যারা সিগারেট খান তাঁদের করোণায় আক্রান্ত হবার সম্ভাবনা বেশী। কারণ তাদের ফুসফুসের কর্মক্ষমতা এমনিতেই কম হয়। ফুসফুসে ভাইরাসের সংক্রমণের ফলে এমনিতেই শ্বাসকষ্ট হয়, তার ওপর ভাইরাসটি রক্ত সঞ্চালনে বাধা দেয়। রক্ত শরীরের সব অংগ প্রত্যংগে যেতে বাধা পায় আর ফুসফুস দুর্বল হওয়া মানুষের করোণার সাথে লড়াই করার ক্ষমতাও কমে যায়।
রিপোর্টে বলা হয়েছে করোণা আক্রান্ত ব্যক্তি যদি ধুমপায়ী না হয় তাহলে তার সেরে ওঠার সম্ভাবনা অনেক বেশী। সূত্রের খবর অনুযায়ী চিনে করোণায় আক্রান্ত হয়েছেন যারা তাদের বেশীরভাগেরই রগ প্রতিরোধ ক্ষমতা কম ছিলো। তারই মধ্যে ৮০শতাংশ মানুষের শরীরে করোণা ভাইরাসের অল্পকিছু লক্ষণই দেখা গিয়েছিল। তুলনায় ইউরোপের ছবিটা অনেক ভয়াবহ। ইউরোপের দশজন করোণায় আক্রান্তের মধ্যে তিন জনকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে। আক্রান্তদের মধ্যে পুরুষের সংখ্যাই বেশী। ৭০ বছরের উর্ধ্বে বয়স,হাইপার টেনশন, ডায়াবেটিস, হার্টের সমস্যা যাদের আছে সেইসব মানুষেরা বেশী আক্রান্ত হচ্ছেন।