রাজ্য

রাস্তার বেহাল দশা, বন্ধ হ’ল N.H.2


মাধবী ঘোষ:চিন্তন নিউজ:২৯শে সেপ্টেম্বর:-২ নম্বর জাতীয় সড়কের কলকাতাগামী রোড বন্ধ করে দিল প্রশাসন।

জাতীয় সড়কের কলকাতাগামী সার্ভিস রোড বন্ধ করে দিল পুলিশ প্রশাসন। বীরভূম থেকে কাঁকসা হাসপাতাল মোড় থেকে দুই নম্বর জাতীয় সড়কের সার্ভিস রাস্তা ধরে বর্ধমান বা কলকাতায় যেতে হয় ।আর সেই রাস্তার মোড়ে অবস্থায় খুবই খারাপ থাকায় পরপর দুটি মালবাহী গাড়ি দুর্ঘটনায় কবলে পড়েছে ।

বেশ কদিন ধরে এই রাস্তার অবস্থা খারাপ ছিল আর দুদিনের বৃষ্টিতে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। বড় বড় গর্ত হয়ে গেছে দেখে মনে হবে এক একটি পুকুর। যার জন্য প্রাণের ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করতে হচ্ছে। এই দুর্ঘটনার ফলে ঘুরপথে গাড়ি চালানো হচ্ছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।