নিউজডেস্ক, চিন্তন নিউজ, ১১ এপ্রিল: আজ রাজ্যে দু’টি কেন্দ্রে লোকসভা ভোট গ্রহণ হ’ল। নির্বাচন কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক বললেন- মোটের ওপর ভোট শান্তিপূর্ণ হয়েছে। ভোট কতটা শান্তিপূর্ণ হ’ল এ নিয়ে মানুষের ক্ষোভ উপচে পড়ছে। দিনের শুরুতেই দিনহাটায় তৃণমূল, বিজেপির সংঘর্ষ। শীতলকুচিতে বুথে বিরোধী এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আবার মহিলা ভোটারদের ভয় দেখানো, এমনকি তাঁদের শাড়ির আঁচল টেনে ধরে ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ ছবিসহ সংবাদ মাধ্যমে দেখা গেছে। প্রতিবাদ করায় সাংবাদিক নিগৃহীত হয়েছেন। কোচবিহার কেন্দ্রের বামপ্রার্থী গোবিন্দ রায়ের ওপর হামলা, তাঁর গাড়ি ভাঙচুর করা হয়েছে।আলিপুরদুয়ার কেন্দ্রেও বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে।
তবে কোনো কোনো ক্ষেত্রে নির্বাচন কমিশন কে ব্যবস্থা নিতে দেখা গেছে। পরবর্তী ভোট পর্বে নির্বাচন কমিশনের ভূমিকা কি হয় সে দিকে নজর নজর থাকবে।