রাজ্য

বিশ্ব বসুন্ধরা দিবস পালিত হলো পলাশীতে


রঞ্জন মুখার্জি, চিন্তন নিউজ, ২২ এপ্রিল: “এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার”
—- সুকান্ত ভট্টাচার্য
” In Nature nothing exist alone ”
—- Rachel Carson
এই দুই বলিষ্ঠ উক্তিকে সামনে রেখে আজ পলাশী এ.ডি.পি. হাই স্কুলে পালিত হ’ল বিশ্ব বসুন্ধরা দিবস। প্রধান শিক্ষক দেবদাস মজুমদারের সভাপতিত্বে বিদ্যালয় সেমিনার হলে অনুষ্ঠিত হ’ল আলোচনা সভা। নবম-দশম শ্রেণির ছাত্র সহ উপস্থিত ছিলেন শিক্ষক শিক্ষিকাগণ।
সৌর জগতের এই অপূর্ব সৃষ্টিকে রক্ষা করার কথা আমাদেরই ভাবতে হবে – বললেন প্রধান শিক্ষক। ‘ধরনী সৃষ্টি থেকে আজ পর্যন্ত সময়কালকে ১২ ঘন্টা ধরলে বলা যায় ১২টা বাজার মাত্র ১ মিঃ আগে মানব প্রজাতির উদ্ভব হয়েছে, অথচ তারাই ঐ এক মিনিটে ধরনীর বারোটা বাজিয়ে দিয়েছে।’ – শোনালেন শিব প্রসাদ সরদার। সঞ্চালনা করতে করতে গল্পচ্ছলে হিরন্ময় মাইতি স্মরণ করিয়ে দিয়েছেন “আমাদের একটাই ঠিকানা – এই বসুন্ধরা”। সবশেষে সমর নাথ চট্টোপাধ্যায় নবীন প্রজন্মকে আহ্বান জানালেন এই বলে – ‘বসুন্ধরা দিবসে শস্য শ্যামলা বসুন্ধরা এবং তার প্রকৃতি, জলবায়ু ও সকল প্রজাতিকে রক্ষা করা হোক আমাদের অঙ্গীকার’।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।