রাজ্য

ভোটের বলি এক নিতান্ত গৃহবধু


সুপর্ণা রায়, চিন্তন নিউজ, ২১ মে: সত্যি মানুষ আর মানুষ নেই তাদের অমানবিক কাজ এর জন্য। নিজের পছন্দমত মতো ভোট দিতে চেয়েছিল ২১ বছর এর জসমিনা বিবি। মেয়েটির বাড়ি মথুরাপুর এর তেতুলবেড়ি গ্রামে। মাস দুয়েক আগে তার বিয়ে হয় বাইশ হাটা গ্রামের শাহেনশা গাজি র সাথে। এই মহামানব শাহেনশা আর তার মা বাবা ছিল তীব্র তৃনমুল সমর্থক। শাহেনশা ও তার বাড়ির লোকজন বিয়ের পর থেকে অত্যাচার করত পণ নিয়ে। এর মধ্যে এসে পড়ে ভোট। রবিবার ছিল তার ভোট দেওয়ার দিন। সে তার নিজের পছন্দমত লোক কে ভোট দেবে বলে বাপের বাড়ি যেতে চায়। এর ফলে তার উপর নেমে আসে চরম অত্যাচার। শেষ অবধি তাকে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দেয় তার শ্বশুর বাড়ির লোকজন। ঘটনাটি নিতান্ত পারিবারিক বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে স্থানীয় তৃনমুল নেতারা। কিন্তু ঘটনাটি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানান সিপিআই(এম) নেতা কান্তি গাঙ্গুলী। তিনি জানান যে কোনো সাবালক ছেলে মেয়ে তাদের পছন্দমত ভোট দিতে পারে। এটা তাদের গণতান্ত্রিক অধিকার। যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত অমানবিক। তিনি দাবী করেন দোষী দের গ্রেপ্তার করে কঠিন থেকে কঠিনতম শাস্তি দিতে হবে, সূত্রের খবর এখনো কাউকে গ্রেফতার করা যায় নি। (ছবি : প্রতীকী)


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।