দেশ

জঙ্গিহানায় নিহত ১১


শাশ্বতী ঘোষাল, চিন্তন নিউজ, ২১ মে : আজ সকাল ১১ টা নাগাদ অরুণাচল প্রদেশের টিরাপ জেলার বোগাপানিতে এক জঙ্গী হানায় প্রাণ হারালেন অরুণাচলের বিধায়ক সহ এগারো জন মানুষ। সন্দেহ করা হচ্ছে যে ঘাতকরা NSCN (IM) গোষ্ঠীর সদস্য।
নিহত বিধায়ক তিরং আবহ ন্যাশন্যাল পিপলস্ পার্টির সদস্য। এবারেও তিনি অরুণাচলের খোলসা ওয়েস্ট থেকে প্রার্থী হয়েছেন। সূত্র মারফত জানা গেছে যে নিজের পরিবারের সদস্যদের নিয়ে তিনি অসমের ডিব্রুগড় থেকে খোলসা যাচ্ছিলেন। সকাল সাড়ে এগারোটা নাগাদ জঙ্গী হানায় তাঁর মৃত্যু হয়। আগামী ২৩শে নির্বাচনের ফলাফল অরুণাচল প্রদেশের এই প্রার্থীর অজানাই থেকে যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।