দেশ

আগষ্ট মাসেই হবে বিধানসভা ভোট, জানাল নির্বাচন কমিশন


নিউজডেস্ক, চিন্তন নিউজ, ২২ জুন: বড় রকমের একটা সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এ বছরের আগষ্ট মাসেই বিধানসভা ভোট করার কথা ঘোষণা করলো নির্বাচন কমিশন। মাত্র দেড় মাস আগে শেষ হয়েছে সাত দফায় চলা লোকসভা ভোট। এরই মধ্যে আগামী বিধানসভা ভোটের ঘোষণা করে এক প্রকার চমকই দিলেন বলা যায়।

আগামী ১৫ আগষ্টের পরেই বিধানসভা ভোট হবে জম্মু ও কাশ্মীরে। প্রসঙ্গত, ২০১৮ সালে মেহবুবা মুফতি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। তখন থেকেই রাষ্ট্রপতি শাসন জারি ছিল জম্মু কাশ্মীরে। এ বছর স্বাধীনতা দিবসের পরেই তার অবসান হতে চলেছে। রাজ্যবাসীর কাছে এ যেন স্বাধীনতা দিবসের অনন্য উপহার।

ভোটের খবরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে। চিন্তায় আছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির দল। এবারের ভোটে তাদের সরকার গঠন করার আশা ক্ষীণ বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।