নিউজ ডেস্ক:চিন্তন নিউজ: ২১শে আগস্ট :–রেলের স্থায়ী কমিটির সদস্যপদ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে কয়েকদফায় চল্লিশ লক্ষ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ বিজেপি নেতা মুকুল রায়ের বিরুদ্ধে।মুকুল রায়ের হয়ে টাকা তুলেছেন দক্ষিণ কলকাতার প্রভাবশালী বিজেপি নেতা বাবান ঘোষ।দক্ষিণ কলকাতার বাসিন্দা সন্তু গাঙ্গুলি এই মর্মে সরশুনা থানায় দায়ের করেন। এই অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাত দেড়টার সময় কার্যত ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে বাকি রাত জেরা করা হয়েছে। আজ সকাল ন’টায় বাবান ঘোষকে গ্রেফতার করা হয়েছে।
বাবান ঘোষ বিজেপির মজদূর ইউনিয়নের সভাপতি। এছাড়াও টলিউডের সদ্য গড়ে ওঠা বিজেপি সংগঠনের সভাপতি।
পুলিশ সূত্রে খবর বাবান ঘোষ জেরায় টাকা নেওয়ার কথা স্বীকার করেছেন। সন্তু গাঙ্গুলির এফ আই আর এর ভিত্তিতে মুকুল রায়ের বিরুদ্ধে ও চার্জ গঠন করা হবে।বাবান ঘোষ ও মুকুল রায়ের বিরুদ্ধে প্রতারণা ও ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে