রাজ্য

বন্যায় শিলাবতী নদীর বাঁধ ভেঙে বিপত্তি, আবার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে জল ঢোকায় রাজ্যের অন্ধকারে ডোবার আশঙ্কা।


মীরা দাস :চিন্তন নিউজ:২১শে আগস্ট:–শিলাবতী নদীর উপর বাঁধ ভেঙে বিপত্তি, প্লাবিত দাশপুর।শিলাবতী নদীর উপর বাঁধ ভেঙে বিপত্তি। পশ্চিম মেদিনীপুরের দাশপুর ১ নং ব্লকের বিস্তীর্ণ এলাকা প্লাবিত। সোমবার শিলাবতী নদীর চণ্ডীখাল বাঁধে ফাটল দেখা যায়। গতকাল জলের তোড়ে ভেঙে যায় ৩০ ফুটের বাঁধ। ফলে প্লাবিত হয় রামগড়, সামাট, হোসেনপুর, রাজনগর, নারাজোল-সহ বিস্তীর্ণ এলাকা। গ্রামে নদীর জল ঢোকায় ব্যাপক ক্ষতি হয়েছে সবজি চাষের। মাথায় হাত কৃষকদের। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে। জানিয়েছে সেচ দফতর।

এদিকে সূত্রের খবর -অন্ধকারে ডুবতে পারে রাজ্য ,কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র জলের নীচে ।

গত কয়েকদিন যাবৎ অতিরিক্ত বৃষ্টিপাতের দরুন পুর্ব মেদনীপুর জেলার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে জল জমার ফলে সমস্ত বিদ্যুৎ উৎপাদনকারী ইউনিট গুলি জলে ডুবে গেছে । এই তাপবিদ্যুৎ কেন্দ্রের চারটি বিদ্যুৎ উৎপাদন কারী ইউনিট -ই বন্ধ ছিল ,বাকি দুটি ইউনিট কোন রকমে চলছিল ,কিন্তু রবিবার রাতে ভারী বর্ষন হওয়ার ফলে বাকি দুটি উৎপাদন কারী ইউনিট বন্ধ হয়ে যায় ,এর ফলেই সমগ্র রাজ্য জুড়ে বিদ্যুৎ ঘাটতি আশঙ্কা করা হচ্ছে ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।