রাজ্য

বন্ধ হয়ে যাওয়া চা বাগান শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরন করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন।


বিপ্লব সেন: চিন্তন নিউজ:১০ই এপ্রিল:– প্রায় ৪ বছর আগে মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন কয়েক হাজার শ্রমিক। অর্থাভাবে চরম দারিদ্রতায় দিন কাটছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় কোটি চা-বাগানের শ্রমিকদের। অর্থাভাবে দু’বেলা খাবার জোগাড় করাই বড় দায় হয়ে পড়েছে। এরই মধ্যে করোনা ভাইরাসের জেরে গোটা দেশ তথা রাজ্যে লকডাউন জারি করেছে কেন্দ্র ও রাজ্য সরকার। লকডাউনের কারনে নতুন করে সমস্যায় পড়েছেন অসহায় শ্রমিকরা।

ফলে চোপড়া ব্লকের ঘিরণীগাঁও অঞ্চলের দুঃস্থ ও খেটে খাওয়া মানুষের খাদ্য সংকট দেখা দিয়েছে। তাই ডিওয়াইএফ‌আই চোপড়া দক্ষিণ লোকাল কমিটির পক্ষ থেকে সদস্যরা স্বাস্থ্যবিধি মেনে মিলিকপাড়া গ্রামের ৯৩ টি শ্রমিক পরিবারকে চাল, আলু, তেল ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রি বিতরণ করলেন। পাশাপাশি করোনা মরনরোগ সম্পর্কে সচেতন করেছেন।

ডিওয়াইএফ‌আই চোপড়া দক্ষিণ লোকাল কমিটির সম্পাদক আনসারুল হক জানিয়েছেন, লকডাউন জারি করাতে দুঃস্থ ও খেটে খাওয়া শ্রমিক পরিবার গুলোর খাদ্যে সংকট দেখা দিয়েছে। সেই অভাব কিছুটা হলেও দূর করতে খাদ্য সামগ্রী বিতরন করা হল ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।