মিতা দত্ত:চিন্তন নিউজ:১লা এপ্রিল:– মুর্শিদাবাদ জেলা এসএফআই ও কৃতকলাকেন্দ্রের কর্মীদের মানুষের কাছে আবেদন সর্তক থাকুন, সাবধানে থাকুন, বিজ্ঞানে থাকুন ও মানুযের পাশে থাকুন।
এই ভাবনা নিয়েই মুর্শিদাবাদ জেলা এস,এফ,আই ও কৃতকলাকেন্দ্র এই বিপর্যয়ে এক কর্মসূচি পালন করলাম। উদ্দেশ্যে সীমিত সামর্থ্যের মধ্যে যেটুকু পারা যায় সমস্ত স্বাস্থ্য বিধি মেনে মানুযের- যারা এই সময় খাবার যোগার করতে অপারগ পাশে দাঁড়ানো।
সকলের সমবেত প্রয়াসে সুশৃঙ্খল ভাবে প্রায় ৬০ জনকে ৫ কেজি চাল, ২ কেজি আলু ও একটি সাবান দেওয়া হ’ল। অবশ্যই প্রয়োজনের তুলনায় যৎসামান্য সাহায্য।তবুও মানুষের কাজে লাগতে পেরে একটু তৃপ্তি পেলেন এসএফআই ও কৃতকলাকেন্দ্রের কর্মীবৃন্দ।
যদি সবাই চেষ্টা করেন দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর যাতে তাদের গৃহবন্দী থেকেও অনাহারে থাকতে না হয়। তার চেয়ে যন্ত্রণাদায়ক আরো কিছু নেই।