কলমের খোঁচা

এস‌এফ‌আই নেতা সুদীপ্ত গুপ্তর স্মরণে —-


কাকলি চ্যাটার্জি:চিন্তন নিউজ:২রা এপ্রিল:–দেখতে দেখতে সাতটা বছর পার হয়ে গেল —শুধুমাত্র সাত কেন আরও অনেক বেশি সময় পার হয়ে গেলেও এতটুকু মলিন হবেনা ছাত্রনেতা সুদীপ্ত গুপ্তের উজ্জ্বল উপস্থিতি। অসংখ্য ছাত্র, যুব,গণতান্ত্রিক আন্দোলন হয়েছে বিগত বছরগুলোতে, আগামী দিনে আরও অনেক বড় লড়াই হয়ত অপেক্ষা করে আছে বামদলগুলির জন্য। যখনই কোনো মিছিলে পা মেলাই কিংবা কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে না পারার যন্ত্রণা নিয়ে টিভির পর্দায় খবরে চোখ রাখি;অজান্তেই ফিরে যাই এপ্রিলের সেই নির্বাক ,বিষণ্ণ বিকেলবেলায়। নবান্ন অভিযানসহ কত লড়াই আন্দোলনে পুলিশের রক্তচক্ষু, লাঠিচার্জ মনে করিয়ে দেয় সেই দিনটিকে। আজকেও যখন দেখা যায় অনেক এস‌এফ‌আই এর ছেলেমেয়েদের রক্তাক্ত মাথা, কান্নাভেজা মুখগুলো—তখন মনে হয় না জানি কত কষ্ট পেতে হয়েছিল সুদীপ্তকে। না বলতে পারলেও এটা সবার জানা শেষ নিঃশ্বাস ফেলার আগে তুই অবচেতন মনে তোর সহযোদ্ধাদের কথাই ভাবছিলিস! হয়তোবা অস্ফুটে বলেছিলিস “স্বাধীনতা, গণতন্ত্র সমাজতন্ত্র” কিংবা “বিপ্লব দীর্ঘজীবী হোক”। তোর স্বপ্ন, তোর ভাবনা, তোর চেতনাকে পাথেয় করে লড়াই চলছে আজও।

অধিকার অর্জনের লড়াই তীব্র থেকে তীব্রতর হচ্ছে প্রতিদিন, প্রতিমূহুর্তে। যে শপথ নিয়ে তুই শুরু করেছিলিস পথচলা সেই শপথে শান দেওয়ার দিন আজ। বিশেষ জরুরী কারণে সোচ্চারে পালন করা না গেলেও মৌনতায় প্রতিজ্ঞাবদ্ধ ছাত্রসমাজ। এ অসম লড়াইয়ে জেতার চ্যালেঞ্জ নিয়েছে তারা । তোর অসমাপ্ত অধ্যায় রচনার জন্য লাখো সৈনিক প্রস্তুত আজ। বিপ্লবের মৃত্যু হয়না। তাইতো আজ ও বিশ্বাস আছে —” ছোট ছোট কুঁড়িদের ফোটাবি বলে তুই আবার ফিরে আসবি”।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।