বৃদ্ধাশ্রম আমার বাড়ি নয়
রঘুনাথ ভট্টাচার্য, চিন্তন নিউজ, ২৮ জুন: বৃদ্ধ-বৃদ্ধাদের প্রায় সকলেই শত অসুবিধা সত্ত্বেও নিজের পরিজনদের সঙ্গে থাকতেই পছন্দ করেন। তাতেই তাঁদের পরম প্রশান্তি ও কাঙ্খিত নিরাপত্তা। এই বিষয়ে চর্চারত এনজিওর কর্তাব্যক্তিরা স্বীকার করেন অধিকাংশ পরিবারে বয়োবৃদ্ধ মানুষেরা পরিবারের সাথেই থাকেন।
সংসারে পুত্রবধু বা অন্যান্য কনিষ্ঠরা বয়স্কের সেবায় রত।
সমীক্ষায় দেখা গেছে, জাতীয় প্রেক্ষিতে ভারতে পরিবার পিছু বয়স্ক মানুষের যত্ন বাবদ মাসে গড়ে ৪,১২৫ টাকা খরচ হয়েছে। এতদসত্ত্বেও, সমীক্ষকদের মতে ‘কোথায় যেন ভালবাসার অভাব!’
হেল্প এজ্ ইন্ডিয়া (এনজিও) এ ব্যাপারে ২০টি শহরের ২০৫০টি পরিবার জুড়ে একটি সমীক্ষা করেন World Elder Abuse Awarness Day (বিশ্ব বরিষ্ঠজন অবহেলা চেতনা দিবস, ১৫ই জুন) উপলক্ষ্যে। এই উদ্দেশ্যে যে প্রশ্নমালা রাখা হয়েছিল, তাতে বয়স্ক – যত্নে বিরক্তি বা অসন্তোষের মান হিসাবে রাখা হয়েছিল ‘কম থেকে মোটামুটি’, ‘মোটামুটি থেকে তীব্র’, আর, ‘দু:সহ’। উত্তরদাতাদের ১৫% দাগ দিয়েছেন ‘দু:সহ’ ঘরে। ১৪% বলেছেন, তাঁরা ‘কচিৎ’ এই দায়িত্ব সন্তুষ্টির সঙ্গে বহন করেন। মুম্বাই শহরের ১০৬টি পরিবারের ১২% বলেন, তাঁরা এই দায়িত্বকে এক অস্বস্তিকর ‘প্রচন্ড চাপের’ মত গন্য করেন।
এই সব অভিজ্ঞতা থেকে এই পরিকল্পনা জন্ম নেয় যে প্রচলিত ভারতীয় সংস্কৃতির সঙ্গে মিলিয়ে বরিষ্ঠ নাগরিকদের যত্নের ব্যাপারে গণচেতনা গড়ে তোলা একান্ত জরুরি। অবশ্য এতদসত্ত্বেও দেখা যাচ্ছে, বৃদ্ধ-বৃদ্ধারা নিজ নিজ পরিবারের
সঙ্গে বাস করতেই আগ্রহী। ‘বৃদ্ধাশ্রম’? নৈব নৈব চ।