কলমের খোঁচা

প্রগতিশীল কবিতা-শুভ্রেন্দু সমাজদার


অকালপক্ক প্রেম আর বিশ্বাস,
যারা মেতে আছি- বিন্দাস সব কুছ–

শুভ্রেন্দু সমাজদার


কত লাস্যেই কেটে যায় দুর্ভাগ্য,
দিনযাপনের “আপনি-আজ্ঞে” করে,
মনের মধ্যে সুপ্ত বাসনা থাকে- কতটুকু ঝেড়ে নিজের পকেট ভরবো?!

অন্যায় নয় – হয়তো বা ঠিক মানি,
অন্যায় হয় – মনের ঠিকানা পেতে,
তবুও যখন প্রেমের জোয়ারে ভাসবে –
শ্রেণী-ট্রেণী সব ভুলে যেতে হয় জানি!

অকালপক্ক প্রেম আর বিশ্বাস, যারা মেতে আছি – বিন্দাস সব কুছ–
ভুলে গেছি তারা, প্রেমটাও আজ পণ্য!
পণ্য আজকে পৃথিবীর নিঃশ্বাস।

মার্ক্স সাহেবটা সোচ্চারে তাই কয় –
খুঁতখুঁতানিতে জুড়ি তার মেলা ভার,
এই সমস্যা সমাধান করে বলে,
প্রেমটাও নাকি শ্রেণীচেতনাতে হয়!

বন্ধু তোমাকে গলা ছেড়ে আজ বলি –
শুধু প্রেম নয়, ঘৃণা কিছু রেখো মনে,
শ্রেণী-সংগ্রামে আজকে রয়েছি মেতে,
লাল দিগন্ত খুঁজতে যে পথ চলি।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।