দেশ রাজ্য

রাজ্যে কোন তথ্যই নেই পরিযায়ী শ্রমিক দের!!


সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ২রা নভেম্বর:–রাজ্যে কোন তথ্য ই নেই পরিযায়ী শ্রমিক দের চার মাস অতিক্রান্ত হওয়ার পরও মমতা ব্যানার্জি সরকার এর ঘোষণা অনুযায়ী পরিযায়ী শ্রমিকদের তথ্যপঞ্জী নিয়ে কোন কাজই হয়নি রাজ্যে।।

গত ৯ই জুলাই বিধানসভায় ছিলেন মুখ্যমন্ত্রী।। শ্রম দ্প্তর এর প্রশ্নের উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শ্রম মন্ত্রীকে দাঁড় করিয়ে রেখে।। সিপিআইএম বিধায়ক রামশঙ্কর হালদার এর প্রশ্নের জবাবে উত্তর দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী নিজেই।। তিনি বলেন””ভিন রাজ্যে যারা কাজ করতে যাচ্ছে তাদের পূর্ণ তালিকা তৈরি করতে হবে শ্রম দ্প্তরকে।। শ্রম দ্প্তর কেই পরিযায়ী শ্রমিকদের ডেটা তৈরি করতে হবে”””__

_ জুলাই থেকে অক্টোবর এই চার মাস কেটে গেল কিন্তু শ্রম দ্প্তর কোন কাজই করতে পারেনি শ্রম দ্প্তর। এই নিয়ে মলয় ঘটক কে প্রশ্ন করা হলে তিনি বলেন”””পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা বোর্ড গঠন করার কথা ভাবনাচিন্তা চলছে ।। শ্রম দ্প্তর পরিযায়ী শ্রমিকদের জন্য সবরকম ব‌্যবস্থা নেওয়া হচ্ছে”””। শ্রম দ্প্তরকে ব্যবস্থা গ্রহন করার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন কিন্তু শ্রম দ্প্তর এই কাজ বাস্তবায়িত তো দূরের কথা পরিকল্পনা পর্যন্ত করতে পারেনি।।

গতকাল অর্থ দপ্তর মুখ্যমন্ত্রী ও মন্ত্রী সভা কে বাদ রেখে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টি গুরুতর বলে তা বন্ধ করে রাখার নির্দেশ জারি করতে হয়েছে সরকারকে।। মুখ্যমন্ত্রী অভিযোগ করেন তাঁকে না জানিয়েই দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণা দপ্তর মানছে না। একটি বিশৃঙ্খল পরিস্থিতি চলছে যা নিয়ন্ত্রণ এর বাইরে বেরিয়ে যাচ্ছে।। শ্রম দ্প্তর জানাচ্ছে মুখ‌্যমন্ত্রীর নির্দেশ এর পর পরিযায়ী শ্রমিকদের নিয়ে একটা ভাবনাচিন্তা শুরু হয় কিন্তু তা বেশি দুর এগোতে পারে নি।।

২০১১ সালের জনগননার তথ্য অনুযায়ী পশ্চিম বাংলা তে পরিযায়ী শ্রমিক দের সংখ্যা প্রায় ২৪ লক্ষ।। একটি কার্পেট কারখানা তে বিস্ফোরণ এ মৃত ১৩ জনের মধ্যে ৯ জন এই রাজ্যের।। তারা মালদহের বাসিন্দা।।আজ মুর্শিদাবাদ এর বাহালনগর এর মানুষ ৫ জন কে হারিয়ে কাঁদছেন ঠিক একই ভাবে ৯ সন্তান কে হারিয়ে কেঁদেছিলো মালদহের এনায়েতপুরের মোমিনপুর।। চরম হিন্দুত্ববাদীদের নৃশংস আক্রমণে প্রান হারাতে হচ্ছে এরাজ্যের পরিযায়ী শ্রমিক দের।।আর এই অসহায় শ্রমিক দের জন্য পশ্চিম বাংলা সরকার ঘোষণা করেও কোনো পদক্ষেপ নিতে পারেনি।।_


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।