দেশ রাজ্য

একটানা বৃষ্টিতে বন্যার আশঙ্কা উত্তরবঙ্গ থেকে উত্তরাখন্ড


চিন্তন নিউজ: নিউজ ডেস্ক:১০ই জুলাই:–

প্রবল বৃষ্টিতে ভাসবে উত্তরবঙ্গ। ৫ দিন ধরে চলবে বৃষ্টি।
আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, কোচবিহার, উত্তর দিনাজপুর ,উত্তরবঙ্গের এই এলাকায় আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে, ১৫ তারিখ পর্যন্ত ৫ দিন ধরে বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। এরমধ্যে সবচেয়ে বেশি বৃষ্টি হবে ১৪ তারিখ।
ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে ফুলেফেঁপে উঠতে পারে ডুয়ার্সের নদীগুলি।
ডুয়ার্সের বিভিন্ন এলাকায় সাময়িক প্লাবনও দেখা দিতে পারে।
১৬ তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে বলেই মনে করছেন আবহাওয়া দপ্তর।

দেশের অপর প্রান্তে উত্তরাখন্ডেও ভারী বৃষ্টিপাতের জেরে ঋষিকেষে গঙ্গা ফুঁসছে।গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাত হ‌ওয়ায় গঙ্গা বিপদসীমার কাছাকাছি। 338.05 মিটার। যেখানে বিপদসীমা উ়ঁচুতে 340Mtrs .আগামী কয়েকদিন বৃষ্টি হবে বলে‌ই জানিয়েছেন আবহা‌‌ওয়া দপ্তর । এছাড়া পাহাড়ি এলাকায় প্রবল বৃষ্টিতে ধ্বস নামছে। সরকারের তরফ থেকে রেড এলার্ট জারি করা হয়েছে। মানুষ যেন সময় থাকতে নিরাপদ আশ্রয়ে পৌঁছে যেতে পারেন, এই বার্তা দেওয়া হয়েছে। ২০১৩ সালে উত্তরাখন্ডে বন্যায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছিল। এবারও এই হারে প্রতিটি জেলায় বৃষ্টি সেই ভয়ঙ্কর স্মৃতিকেই মনে পড়িয়ে দিচ্ছে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।