রাজ্য

শ্লীলতাহানির অভিযোগ , অথচ দুদিনেই জামিনে মুক্ত অভিযুক্তরা


পম্পা নন্দী, চিন্তন নিউজ, ২২ জুন: সোমবার রাতে J.W.Marriott থেকে উবের করে বাড়ি ফিরছিলেন প্রাক্তন মিস্ ইন্ডিয়া ঊষসী সেনগুপ্ত। ঠিক ১১.৪০ মিনিট নাগাদ এক্সাইড মোড়ে কয়েকজন বাইক আরোহীর দ্বারা আক্রান্ত হন। উবের চালককে মারধর করার পর ঊষসীর সাথে দুর্ব্যবহার করে তারা। এ ব‍্যাপারে ময়দান থানার পুলিশের সাহায‍্য মেলেনি। অনেক দৌড়াদৌড়ির পর অবশেষে চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয় ।

এই ঘটনা ঊষসী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তারপরেই নড়েচড়ে বসে প্রশাসন। সব অভিযোগের তদন্তে বুধবার কমিটির নির্দেশে সাসপেন্ড করা হয় চারু মার্কেট থানার ডিউটি অফিসার পীযূষ পালকে, শো কজ করা হয় অতিরিক্ত সাব ইন্সপেক্টর পার্থ চট্টোপাধ‍্যায়কে।

অভিযুক্তদের বিরুদ্ধে শারীরিক নিগ্ৰহ ও সম্ভ্রমহানির মামলা দায়ের করা হয়। গ্ৰেফতার করা হয় শেখ রোহিত, ফরদিন খান , শেখ সাবির আলি , শেখ ওয়াসিম , শেখ আতিফকে। দুদিন পর অর্থাৎ শুক্রবার তাদের জামিনে মুক্তি দিলেন আলিপুর চিফ জুডিসিয়াল ম‍্যাজিস্টেট।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।