রাজ্য

১০০দিনের কাজের দূর্নীতির দায় পঞ্চায়েতের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।


চিন্তন নিউজ:-নিউজ ডেস্ক:২২শে জুন:–১০০ দিনের কাজ ,গোটা রাজ্যজুড়ে ব্যাপক দূর্নীতি হয়েছে ,অথচ রাজ্যসরকার এই দায় পঞ্চায়েতের ওপর চাপাতে চাইছে।এই তুমুল বিক্ষোভ দেখানো হয়। পঞ্চায়েত কর্মী সংগঠনের সম্পাদক আলিজান মন্ডল বলেন তৃণমূল সরকার নিজেদের দুর্নীতি আড়াল করতে পঞ্চায়েতের ওপর দেষ চাপাচ্ছে ।এরকম চলতে থাকলে পঞ্চায়েত ব্যবস্থা উঠে যাবে।গোটা রাজ্যজুড়ে পঞ্চায়েত বন্ধ করে দেওয়ার কথাও বলেন তিনি।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরা ১০০দিনের কাজ নিয়ে জেলাওয়াড়ি সার্ভে করে যায়।অনেক পঞ্চায়েতকে টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু পঞ্চায়েত কর্মীদের ওপর চাপ সৃষ্টি করা যাবে না-বলেছেন আলিজান মন্ডল।তিনি আর‌ও বলেন বর্তমানে বিভিন্ন জায়গায় পঞ্চায়েত ঘিরে অস্থিরতা তৈরি হয়েছে। কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে তৃণমূল সরকারকে।এই মর্মে কয়েক দফা দাবীতে বর্ধমান জেলাপরিষদে স্মারকলিপি জমা দেন তারা। এর পাশাপাশি দাবী ওঠে পঞ্চায়েতের কাজ ব্যতিরেকে অন্য কাজ কর্মীদের দিয়ে করানো যাবে না।আর‌ও দাবী -নির্মাণ সহায়কসহ কয়েকজন পদাধিকারীকে শাস্তিমূলক ভাবে দূরে বদলি করা হয়েছে ।তাদের প্রত্যেকের বদলীর নির্দেশ প্রত্যাহার করতে হবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।