রাজ্য

রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী শিক্ষক, শিক্ষিকার ওপর মানসিক নির্যাতন সূদূরপ্রসারী।


সূপর্ণা রায়: চিন্তন নিউজ: ২২শে জুন:–রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের আদিবাসী অধ্যাপিকা ও বিভাগীয় প্রধানের উপর শারীরিক ও মানসিক নির্যাতন এর প্রভাব সূদূর প্রসারী হবে।। রবীন্দ্রনাথের নামানুসারে বিশ্ববিদ্যালয় এ জাত ও গায়ের রঙ কে কটাক্ষ করে এবং আমাদের প্রশাসন তখন‌ই ব্যবস্থা গ্রহন করতে না পারা রাজ্যের শিথিল গণতন্ত্রকেই ইঙ্গিত করেছে।।। শুক্রবার রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর সামনে বক্তারা এই কথায় বলেছেন।। প্রতিবাদ সভায় পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চের সাধারণ সম্পাদক অলকেশ দাস বলেন যে টিএমসিপি এর দ্বারা একজন অধ্যাপিকা যেভাবে হেনস্থার শিকার হয়েছেন এবং তার প্রতিবাদে একাধিক বিভাগীয় প্রধানের পদত্যাগ এর ঘটনায় রাজ্যবাসী ও শিক্ষানুরাগী চমকে উঠেছেন।।শ্বাসরুদ্ধ পরিবেশের মধ্যেও প্রতিবাদ হিসাবে পদত্যাগ করতে চেয়ে তারা সাহসী পদক্ষেপ নিয়েছেন।। বিশ্ববিদ্যালয় ক্যাম্পসের মধ্যে এখনও অস্বাস্থ্যকর পরিবেশের উৎস্য রয়ে গেছে।এদের দৃষ্টান্ত মুলক শাস্তি না হলে এ রোগ সংক্রমণ ব্যাধির মতো ছড়াবে।। পশ্চিমবঙ্গ আদিবাসী অধিকার মঞ্চের রাজ্যনেতা মানিক সোরেন বলেন একের পর এক আদিবাসী এ রাজ্যে আক্রান্ত হচ্ছেন।।প্রশাসন নিশ্চুপ নির্বিকার।। বলেন আদিবাসীদের মুল সমাজ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা চলছে।। রবীন্দ্রভারতীর ঘটনা নিয়ে রাজ্যপাল কে স্বারক লিপি দেন মঞ্চের অন্যতম নেতা তথা প্রাক্তন মন্ত্রী অধ্যাপক দেবেশ দাস।।। রবীন্দ্রভারতীর ঘটনায় শুধুমাত্র তফসিলি জাতিভুক্তরাই নয়, সমাজের সব স্তরের মানুষ কে এগিয়ে আসতে হবে।।ভর্তি…… চাকরী তে সংরক্ষন এর প্রয়োগ প্রায় তলানীতে এসে ঠেকেছে।।এদিন প্রতিবাদ সভার আগে প্রতিবাদ মিছিল হয় দমদম চিডিয়া মোড় থেকে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় এর গেট পর্যন্ত।।।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।