রাজ্য

হাওড়া জেলার টুকিটাকি—–


চিন্তন নিউজ:১৪ই আগস্ট:- মিঠু ভট্টাচার্য-এর রিপোর্ট—-জাতীয় শিক্ষানীতি ২০২০—নিয়ে আলোচনা।
এবিপিটিএ, এবিটিএ,পার্শ্ব শিক্ষক সমিতি, এস, এফ, আই সাঁকরাইল আঞ্চলিক কমিটির পক্ষ থেকে “জাতীয় শিক্ষানীতি ২০২০”বিষয়ের উপর এক আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তা কমরেড সুমিত্র অধিকারী । আন্দুলের ঝিলমিল ভবনে অনুষ্ঠিত হয়। আগামী দিনে শিক্ষা ব্যবস্থার যে নীতি মোদী সরকার আনতে চলেছে তা আসলে স্কুল ছুটের সংখ্যা বৃদ্ধি পাবে। আগামী দিনে শিক্ষাক্ষেত্রে এক আমুলপরিবর্তন ঘটনার উদ্দেশ্যে হচ্ছে দেশকে আরও বেশি করে পিছনের দিকে অগ্রসর করা। এর ফলে আমাদের দেশে অনেক পড়ুয়াদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাবে।

মৃন্ময়ী রং-এর রিপোর্ট- সচেতনতামূলক প্রচার কর্মসূচি-সচেতনতা মূলক প্রচার করলেন শ্যামপুর সেন্ট্রাল সার্কেল নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি; বারগ্ৰাম, খাড়ুবেড়িয়া, ডিহিমন্ডল ঘাট এলাকায় এই কর্মসূচি পালন করা হয়।মাস্ক,সাবান, ও লিফলেট বিলি করেন এলাকা বাসীর কাছে। করোনা হলে কি করবেন এই বার্তা পৌঁছে দেন মানুষের ঘরে ঘরে কারণ দেখা যাচ্ছে করোনা যখন কিছু মানুষের কাছে আতঙ্ক, কুসংস্কাবদ্ধ ও ভয়ের কারণ তখন সচেতনতা মূলক প্রচার করলেন হাওড়ার শ্যামপুরের নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় চক্র। সার্কেল সম্পাদক সেখ আনিসুর রহমানের বক্তব্য মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা দেখা গেছে তাতে তারা অভিভূত। সমাজের প্রতি শিক্ষকদের যে দায়বদ্ধতা তারা আগামী দিনেও বহন করে নিয়ে যাবে।

আশিস কংসবণিক–এর রিপোর্ট—রাস্তাঘাটের বেহাল অবস্থা, অল্প বৃষ্টিতেই জল থৈ থৈ। এলাকায় নিকাশি ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রশাসনের কোনো হেলদোল নেই। চরম দুর্দশার কবলে সাধারণ মানুষ। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও সিটু উত্তর হাওড়া আঞ্চলিক কমিটির উদ্যোগে গণডেপুটেশনের জন্য সই সংগ্ৰহ করা হল দিঘিরপাড় ও দক্ষিণপাড়া এলাকায়।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।