মীরা দাস:চিন্তন নিউজ:১৯শে ফেব্রুয়ারি:–১৯ শে ফেব্রুয়ারী ..আজ ভোরে বীরভূমের সিয়ান মুলুকের তৃণমুল পরিচালিত পঞ্চায়েত ভবনের সামনে থেকে উদ্ধার করা হয় তাজা বোমা কিছু। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। স্থানীয় জেলেরা এই বোমাগুলি দেখতে পায় মাছ ধরতে এসে।দেখতে পেয়ে স্থানীয় এক জনৈকাকে খবর টি দিলে, ঐ মহিলা লোকাল পুলিশে খবর দেন, পুলিশ এবং বোম্ স্কোয়াডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বোমাগুলি উদ্ধার করে ফাঁকা জায়গায় নিয়ে ফাটিয়ে নিষ্ক্রিয় করে দেয়।
এখন মাধ্যমিক পরীক্ষা চলছে তাই কিছু পরীক্ষার্থীর বোমা গুলি চোখে পড়ে এরপর পুলিশ কিছুক্ষণের জন্য ঐ রাস্তায় যাতায়াত বন্ধ করে দেয়। ফলে এলাকায় চাপা উত্তেজনা ও আতঙ্কের সৃষ্টি হয়। এই কাজটি কারা করতে পারে পুলিশ তদন্ত করে দেখছে। পঞ্চায়েত অফিসের সামনে তাজা বোমা,এই দুঃসাহসিক কাজ সরকার বিরোধী কেউ করতে পারে??প্রশ্ন উঠছে। আইনশৃঙ্খলা, নিরাপত্তা সবকিছুই প্রশ্নের মুখে। পুলিশ খতিয়ে দেখছে ঘটনাটি।