জ্যোতি চ্যাটার্জি : চিন্তন নিউজ: ২৪ মার্চ – সি পি আই (এম) উত্তরপাড়া – মাখলা এরিয়া কমিটির উদ্যোগে মঙ্গলবার বিকেলে উত্তরপাড়া ব্যানার্জি পাড়া ও জি টি রোডের সংযোগস্থলে গণভবনের সামনে জনগণতান্ত্রিক বিপ্লবের অমর শহীদ কমরেড রবি ব্যানার্জিকে শ্রদ্ধা নিবেদন করা হয়। উল্লেখ্য শহীদ কমরেড রবি ব্যানার্জি ছিলেন সি পি আই (এম) সদস্য ও গণতান্ত্রিক যুব ফেডারেশনের উত্তরপাড়া- ভদ্রকালী লোকাল কমিটির সভাপতি।
১৯৭১ সালের ২৪শে মার্চ হাওড়া জেলার বালি জোড়া অশ্বত্থতলা বিদ্যালয়ের সামনে তদানীন্তন কংগ্রেস আশ্রিত নকশালদের হাতে খুন হন। কমরেড রবি ব্যানার্জি ঐ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির অন্যতম নেতা ছিলেন। উত্তরপাড়া ব্যানার্জি পাড়ার বাসিন্দা কমরেড রবি ব্যানার্জি উত্তরপাড়া এবং বালিতে খুবই জনপ্রিয় সি পি আই (এম) কর্মী ছিলেন। এই বছর করোনা ভাইরাস এর কারণে কোন সমাবেশ অনুষ্ঠিত না করে কেবলমাত্র নেতৃত্বের উপস্থিত থেকে শহীদ বেদিতে ও শহীদের প্রতিকৃতিতে মাল্যদান করেন সি পি আই (এম) উত্তরপাড়া-মাখলা এরিয়া কমিটির সম্পাদক সলিল দত্ত, শাখা সম্পাদক সমর দাস, সি আই টি ইউ নেতা শঙ্কর মুখার্জি, সুব্রত দাস,বঙ্কিম মালাকার প্রমুখেরা। একসাথে লক ডাউনের জন্য কর্মহীন রিকশা চালকদের সামান্য পরিমাণ খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে সি পি আই (এম) এর পক্ষ থেকে।