রাজ্য

অসময়ের একমাত্র ভরসা এস‌এফ‌আই, ডিওয়াইএফ‌আই


তরুণ ঘোষ: চিন্তন নিউজ:২৪শে মার্চ:– চারিদিকে যখন করোনা ভাইরাসে মানুষ ভীতসন্ত্রস্ত রাজ্য, দেশ, গোটা পৃথিবী।মানুষ গৃহবন্দী কেও কারো খোঁজ নিতে কারও বাসায় যেতে পারছেনা। এই সব কঠিন পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাম যুব আন্দোলনের কিছু কর্মীর কাছে খবর আসে, বালুরঘাট হাসপাতালে একজন মানুষ মারা গেছেন বয়সজনিত কারনে। তার দেহ দাহ করবার কেও নাই, মানুষ জানে একমাত্র বামকর্মীদের খবর দিন সাথে সাথে হাজির হবে! তাই হল, খবর পাওয়া মাত্রডিওয়াইএফ‌আই কর্মীরা হাজির। কমরেড সমিরন সাহা, কমরেড ধীরাজ বসু, কমরেড দেবব্রত গুহ (চনি) সহ আর অনেকেই তাদের উদ্যোগে মৃতদেহের সৎকাজ সম্পূর্ন হল।

করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কতা অবলম্বনে প্রচার, মাস্ক, হ্যান্ডস্যানিটাইজার বিলি, বস্তি অঞ্চলে সচেতনতা প্রসারে অগ্রনী ভূমিকা , সব কাজে সবসময়ই #রাস্তায় ছিল রাস্তায়_আছে এস‌এফ‌আই ডিওয়াইএফ‌আই -মানুষেরসাথে মানুষের_পাশে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।