রাজ্য

সিএ এ -র বিরুদ্ধে লড়াইয়ে এককাট্টা যাদবপুর


মাধবী ঘোষ: চিন্তন নিউজ:২৩শে ফেব্রুয়ারি:–যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভোটের প্রচারে গুরুত্বপূর্ণ জায়গা পেয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন এনআরসি এনপিআর। ভোটের ফলে তিন বিভাগেই স্থিতাবস্থা ,বাম শিবিরের জয়জয়কার। তিন বিভাগের ছাত্র সংসদের তরফে শুক্রবার জানিয়ে দেয়া হয়েছে, সিএএ, এনআরসি ,এনপিআরের বিরুদ্ধে লড়াই চলবে।

ইঞ্জিনিয়ারিং এর ছাত্র সংসদের নবনির্বাচিত চেয়ারপারসন বিএসএফ অরিত্র মজুমদার বলেন সি এএ, এন আর সি, এনপিআরের বিরুদ্ধে যাদবপুরে পড়ুয়ারা লড়ছে । কেন্দ্র গোটা বিষয়টি প্রত্যাহারের আগে পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে।

বিজ্ঞান শাখায় এবারেও জিতেছে উই দা ইন্ডিপেন্ডেন্ট ।নবনির্বাচিত চেয়ারপারসন জ্যোতির্ময় বিশ্বাস এদিন বলেন, তারা কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন নয়, দেশের পক্ষে মারাত্মক এই কেন্দ্রীয় উদ্যোগের বিরুদ্ধে স্বাধীনভাবে যেমন প্রতিবাদ চালিয়ে যাচ্ছে তেমনই চালাবে। কলা বিভাগে এসএফআই বড় ব্যবধানে জিতেছে। নতুন চেয়ারপারসন তীর্ণা ভট্টাচার্য্য সমবার্তনের সময় গাউনে নো এনআরসি ,নো সিএএ, পোস্টার লাগিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন। এদিন তিনি বলেন আন্দোলন একইভাবে চলবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।