নিউজ ডেস্ক:চিন্তন নিউজ:১৯শে ফেব্রুয়ারি:–গতকাল সিঙ্গুর বলরামবাটী তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, স্থানীয় বাসিন্দা অভিজিৎ সাঁতরার নিজস্ব প্রায় চওড়া ১৪/১৫ ফুট জায়গা রাস্তার জন্য নিয়ে জোর করে দখল করে পঞ্চায়েতের রাস্তা ঢালাই করে দিয়েছে।
অভিজিৎ বাবু পঞ্চায়েতকে বৈধ কাগজপত্রসহ অভিযোগ জানিয়েও কোন সুরাহা পাননি।দেশের আইন কানুন বলে কিছু আছে এ ব্যাপারে মানুষ দিনে দিনে আস্থা হারিয়ে ফেলছেন। প্রশ্ন উঠছে এভাবে ব্যক্তিগত মালিকানাধীন জায়গা, জমি দখল করে সরকারি রাস্তা তৈরী করা যায়??
সিঙ্গুরের অভিজিৎ সাঁতরার মত এ রাজ্যে আর কত মানুষকে এরকম পরিস্থিতির শিকার হতে হচ্ছে তার কতই বা খবরে প্রকাশিত হয়?