জেলা রাজ্য

কোনো অর্থমূল্যে নয়, মানবিক তুলাদন্ডে সর্বোচ্চ মানে


কৌশিক পাল: চিন্তন নিউজ:৬ই জুন:-না, কোনো উপঢৌকন বা কাটমানির গল্প নয় স্রেফ ভালোবাসার তাগিদে অন্তরের টানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন ‘জনতার রান্নাঘরে’। প্রথম দিন থেকেই প্রত্যেকেই কমবেশি ১৫০০ লোকের খাবার তৈরির জন্য এগিয়ে এসেছেন। মানুষের মুখে খাবার তুলে দেওয়া স্বেচ্ছাসেবিকাদের দান সর্বোচ্চ মানে।

আজ এনারাই প্রত্যেকে ১০০ টাকা করে তুলে দিলেন সংগঠকদের হাতে জনতার রান্নাঘরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। মাননীয়ার হ য ব র ল ছবি বিক্রির টাকা নয়, অনেক কষ্ট করে জমানো এই টাকার কোনো অর্থমূল্য হয়না মানবিক তুলাদন্ডে। এর থেকে বড় দান সংগঠকরা আগে পান নি। সি পি আই (এম) বেতড় শাখার পক্ষ থেকে লাখো কুর্ণিশ, লাল সেলাম এই মহিলা কমরেডদের।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।