জেলা

হুগলি বার্তাঃ –


চিন্তন নিউজ: সোনিয়া অধিকারীঃ–৩রা মার্চ ২৪, রবিবার :- খানাকুল থানার চিংড়া গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ গ্রামের গৃহবধু কে থানায় ডেকে এনে নির্যাতনের প্রতিবাদে ছাত্র-যুব-মহিলা হুগলি জেলা কমিটির ডাকে খানাকুল থানা প্রায় এক ঘণ্টার উপর ঘেরাও করে রাখা হয় । দোষী পুলিশ কর্মী গ্রেফতার না হওয়া পর্যন্ত লড়াই চলবে।

চুঁচুড়া ঘড়ির মোড়ে কেন্দ্র ও রাজ্যর জনস্বার্থ বিরোধী নীতির প্রতিবাদে বাম ছাত্র-যুব সংগঠন গুলির ডাকে প্রতিবাদ সভা । বক্তব্য রাখেন DYFI হুগলি জেলা কমিটির সম্পাদক কমরেড শুভংকর দাস ও অন্যান্য বাম ছাত্রযুব সংগঠনের নেতৃত্ব ।

অর্পিতা ব্যানার্জীঃ-আরামবাগ -২ এরিয়া কমিটির মাধবপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রীপাড়ায় জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে।

দেবারতি বাসুলীঃ-সন্দেশখালিতে তৃনমূলি নির্যাতনের প্রতিবাদে বোড়াই পহলামপুর অঞ্চল বামফ্রন্টের উদ্যোগে গতকাল ৩/৩/২৪ তারিখ বোড়াই পহলামপুর অঞ্চলের ৪(চারটি) জায়গায় সংক্ষিপ্ত পথসভা।

আরামবাগ -২ এরিয়া কমিটির মাধবপুর গ্রাম পঞ্চায়েতের কানপুর মাল পাড়ায় জনসংযোগ ও গণ অর্থ সংগ্রহ কর্মসূচি চলছে।

সিঙ্গুর দক্ষিণ এরিয়া কমিটির বলরামবাটি শাখা এলাকায় জনসংযোগ কর্মসূচি।উপস্থিত আছেন অভিজিৎ সাঁতরা, নিমাই মালিক, অরুণ সিংহ,রণজিৎ চ্যাটার্জী,সুবিমল দত্ত ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।