জেলা রাজ্য

মন্দির, মসজিদ নয়, মানুষের প্রয়োজনে, মানুষের পাশে বামগণসংগঠন


কাকলি মৈত্র: চিন্তন নিউজ:৫ই জুন:- কলকাতা ৩৭ নম্বর ওয়ার্ডের পাটোয়ারবাগান ও হরিজন বস্তি এলাকায় মূলত পিছিয়ে পড়া সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। অর্থনৈতিক, সামাজিক, শিক্ষাক্ষেত্রে অনগ্ৰসর মানুষগুলো লকডাউনে কার্যতঃ দিশেহারা। এরমধ্যে নিঃশব্দে পালিত হয়েছে ঈদ। সামান্য কিছু জায়গায় নামমাত্র কাজ শুরু হলেও প্রযোজনের তুলনায় তা খুবই সামান্য।

সরকার মন্দির মসজিদ নিয়ে ব্যস্ত থাকলেও বামপন্থী গণসংগঠনগুলো একাধিকবার পৌঁছে গেছে এই মানুষগুলোর কাছে। আজ আবারও এস এফ আই কলেজ স্ট্রীট রাজাবাজার আঞ্চলিক কমিটি এই পাটোয়ারবাগানে বেশ কিছু শিশুদের হাতে পড়াশোনার প্রয়োজনীয় সামগ্ৰীর পাশাপাশি নিত্যদিনের রসদ।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।