দেশ

মেহুল চোকসির- নতুন প্রতারণার কথা প্রকাশ ইডি’ র


রত্না দাস: চিন্তন নিউজ:২১শে জুলাই:- এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) মেহুল চোকসির প্রত্যর্পণ নিয়ে ফের নতুন চার্জশিট দাখিল করল।মেহুল চোকসির বিরূদ্ধে গ্রাহকদের সাথে প্রতারণার অভিযোগ এনেছে ইডি।

নতুন চার্জশিটে বলা হয়েছে মেহুল চোকসির সংস্থা প্রাকৃতিক হীরে বলে ল্যাবে তৈরি হীরে করে বিক্রি করে গ্রাহকদের ঠকিয়েছেন। ভারত, দুবাই, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থলগ্নি সংস্থার গ্রাহকদের প্রতারণা করার জন্য একটি সংগঠিত র‍্যাকেট চালাতেন চোকসি। চার্জশিটে বলা হয়েছে, চোকসির পর্যবেক্ষণে এই কৃত্রিম হীরে তৈরি হতো সুরাটে। সুরাটের এক ল্যাবে এই কৃত্রিম হীরের কারখানাটি পরিচালিত হতো। এই হীরে আকারে, রঙে প্রাকৃতিক হীরের মতই দেখতে।

মার্কিন যুক্তরাষ্ট্র , সংযুক্ত আরব আমিরশাহী, হংকং এবং ভারতে অবস্থিত বিভিন্ন সংস্থার কর্তারা জানিয়েছেন কিভাবে চোকসির সংস্থাগুলো মেসার্স শানিয়ো গংয়েজ মাধ্যমে প্রাকৃতিক হীরের আড়ালে ল্যাবে তৈরি কৃত্রিম হীরে চড়া দামে বিক্রি করা হয়েছিল। ২০১৭ সালে চোকসি হংকংয়ে তার শীর্ষস্থানীয় কর্মচারীদের এক সভায় জানিয়েছিলেন, ‘ ‘ ‘দু-তিন মাস গীতাঞ্জলি গ্রুপ সংস্থাগুলোকে ফরেনসিক অডিট এর মুখোমুখি হতে হবে।’
২০১৯ সালে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জালিয়াতি মামলায় মূল অভিযুক্ত মেহুল চোকসি ও তার ভাগ্নে নীরব মোদী দেশ ছেড়ে পালিয়ে অ্যান্টিগুয়া ও বার্বুডায় নাগরিক হয়েছেন।চার্জশিটে বলা হয়েছে ,২০১৯ সালে দুর্নীতির বিরুদ্ধে ইউএন কনভেনশন গুলোর অধীনে অ্যান্টিগুয়া ও বাবুর্ডা‌ থেকে প্রত্যর্পণের অনুরোধ করা হয়েছিল।

সূত্রের খবর, এক আধিকারিক জানিয়েছেন ‘কয়েক সপ্তাহ আগেই এই চার্জশিট দাখিল করা হয়েছে।’তদন্তকারীরা বলছেন গ্রেপ্তারি এড়ানোর জন্যই তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। যদিও তিনি দাবি করছেন, বাইপাস সার্জারি করার জন্য ও মামলা এড়ানোর জন্য ভারত ত্যাগ করেছিলেন। সেই সময়ও ইডি একটি চার্জশিট দাখিল করেছিল।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।