নিউজডেস্ক,চিন্তন নিউজ, ১১ই এপ্রিল : অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল করল বামফ্রন্ট। এই মিছিলে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।
নির্বাচন কমিশন প্রতিশ্রুতি দিলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে নিজ দলের প্রার্থীর পক্ষে প্রচার করতে গিয়ে আক্রান্ত হচ্ছে বিরোধীরা। বর্ধমান-দুর্গাপুর এবং ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে আক্রান্ত হয়েছেন সিপিআইএম প্রার্থী গৌরাঙ্গ চ্যাটার্জি এবং ফুহাদ হালিম। এছাড়াও ভাঙ্গর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় বাম কর্মী- সমর্থকদের ওপর আক্রমণের ঘটনাও ঘটছে নিরবিচ্ছিন্নভাবে। রাজ্যের যে দুই লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ করা হল, সেই আলিপুরদুয়ার এবং কোচবিহার কেন্দ্রে বিরোধী পোলিং এজেন্টদের জোর করে বের করে দেওয়া থেকে বুথ দখল সবই ঘটল। ভাঙ্গচুর করা হলো সিপিআইএম প্রার্থীর গাড়ি। পুলিশ, প্রশাসন, আধা সামরিক বাহিনী কার্যত নীরব দর্শক।
আজকের দুর্গাপুরে বামেদের প্রতিবাদ মিছিল শেষে, এই নজিরবিহীন সন্ত্রাসের বিরুদ্ধে মহকুমা প্রশাসকের কাছে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিধায়ক সন্তোষ দেবরায় এবং বাম নেতৃত্ব।