রত্না দাস:চিন্তন নিউজ:১২ই এপ্রিল:- কেরালায় কাজে গিয়ে লকডাউনে আটকে পরে কিছু বাঙালি পরিযায়ী শ্রমিক।এই বাঙালি শ্রমিনকদের পাশে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে ফুটবলার আইএম বিজয়নকে।তিনি এখন কেরালার একজন পদস্থ পুলিশ অফিসার।দীর্ঘদিন তিনি মোহনবাগান – ইস্টবেঙ্গল ক্লাবে খেলেছেন। তিনি হিন্দি বলতে পারেন আবার বাংলাও ভালোই বোঝেন।তাই বাঙালি পরিযায়ী শ্রমিকদের দেখাশুনার দায়িত্ব বিজয়েনকেই দেওয়া হয়েছে।
কেরালার ত্রিচুর থেকে ফোনে বিজয়ন বলেন ,” কেরল পুলিশের যে ফুটবল টিম আছে তাদের প্রত্যেকই নিজেদের এলাকার দায়িত্ব দেওয়া হয়েছে।এখানে ভাষা একটি বড় সমস্যা।তিনি হিন্দি বলতে পারেন ,বাংলাও বুঝতে পারেন।তাই বাংলার শ্রমিকদের ভার তাঁকে দেওয়া হয়েছে।তিনি ওদের সাথে কথা বলেছেন।ওরা অনেকেই তাকে চেনেন।”
বিজয়েনের সঙ্গেই মোহনবাগানের খেলোয়াড় শরাফ আলীও কেরল পুলিশের উচ্চপদে আছেন।তিনি ফোনে বললেন, ‘এখানে করোনাভাইরাস ক্রমশ বাড়ছে। ফুটবল টিমের একটাই কাজ ,মানুষের পাশে থাকা।তিনি ও বিজয়ন এখন সেটাই করছেন।’