আসামের সংবাদ দাতা সীমা বিশ্বাস,২২অক্টোবর, চিন্তণ নিউজ ….. সিপিআই(এম) আসাম রাজ্য কমিটির আহ্বান মর্মে রাজ্য ব্যাপী পেট্রোল, ডিজেল, রন্ধন গ্যাস ও অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রীর অধিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি জিলায় জিলায় পালিত হয়।এই প্রতিবাদী কার্যসূচিতে পার্টির সদস্য সহ সমর্থক,দরদীরা অংশগ্রহণ করেন। পার্টির নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন যে বিজেপি সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
পেট্রোলের দাম অনান্য রাজ্যের সঙ্গে এই রাজ্যে লিটার প্রতি ১০০টাকা এবং রন্ধন গ্যাসের দাম সিলিন্ডার প্রতি ২০১৪ সনে ছিল ৪০০টাকা বর্তমানে তা হাজার টাকা হয়েছে। আজকের দিনে এক লিটার পেট্রোল এবং ডিজেলের দামের অর্ধেকের বেশি হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের আরোপিত কর বা শুল্ক। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের আরোপিত কর অবশ্যই বেশি। গত বছর (২০২০-২১) পেট্রোল ডিজেল থেকে কেন্দ্রীয় সরকার ৩ লাখ ৮৯ কোটি টাকা কর সংগ্ৰহ করেছে। অন্যদিকে রন্ধন গ্যাসের সিলিন্ডারের ক্ষেত্রে (২০১৫_১৬) সনে সরকার ২২ হাজার ২৯কোটি টাকার ভর্তুকি দিয়েছিল। কিন্তু (২০২০-২১) সনে তা ১১হাজার ৮৯৮কোটি টাকা হ্রাস পেয়েছে। ফলে রন্ধন গ্যাসের দাম মারাত্মক ভাবে বৃদ্ধি পেয়েছে। অথচ এই সরকার ই (২০১৯-২০) পাঁচটা বিত্তীয় বর্ষে কেবলমাত্র কর্পোরেট কর হ্রাস করে বৃহৎ পূজিপতি গোষ্ঠী কে ৬লক্ষ কোটি টাকার ও বেশি কর মুকুব করেছে। এটা সংসদে উত্থাপিত সরকারি ভাষ্য।ধণিক শ্রেণীর সম্পদ কর ও মোদী সরকার মুকুব করেছে। এই বিজেপি সরকার অত্যাবশ্যকীয় সামগ্রী আইন ১৯৫৫ সংশোধন করে চাল,ডাল,শষ্যতেল,চিনি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় সামগ্ৰীর সীমাহীন ভাবে মজুত করে মুনাফা লুন্ঠনের সুবিধা বৃহৎ পূজিপতি এবং ব্যবসায়ী গোষ্ঠীকে প্রদান করেছে। ফলস্বরূপ সব অত্যাবশ্যকীয় সামগ্রীর দাম ঊর্ধ্বমুখী হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সিপিআই এম রাজ্য কমিটি ২১অক্টোবর রাজ্য কমিটির আহ্বান মর্মে সারা রাজ্যে বিজেপি সরকারের এই জনবিরোধী আর্থিক নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ সংগ্রাম গড়ে তুলেছে।