দেশ

আমফানের পর এবার ঘূর্ণিঝড় ‘গতি’


সূপর্ণা রায়: চিন্তন নিউজ:৮ই অক্টোবর:- আবহাওয়া এখন এইসয়য় টাতে বেশ স্বস্তিদায়ক। মাঝে মাঝে দু’এক পশলা বৃষ্টি গরম কমিয়ে বেশ ঠান্ডা করে দিচ্ছে। এবার গরমের দাপট বেশ ভালই ছিল। এবারের পূজো বেশ খানিকটা দেরী করেই অনুষ্ঠিত হবে। গরম থাকার কথাও নয়। ঝড়বৃষ্টির সম্ভাবনাও নেই বললেই চলতে পারত। কিন্তু আবহাওয়া দফতর ঝড়বৃষ্টি নিয়ে একটা দুরাশার কথায় শুনিয়েছে।

আবহাওয়া দফতর জানিয়েছে যে পূজোর মুখেই এক বিশাল ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে, সৃষ্টি হয়েছে নিম্নচাপ আর তার জেরে ভাসতে পারে কলকাতা সহ সংলগ্ন এলাকা। আমফানের ভয়ানক তান্ডব এখনও পর্যন্ত মানুষ কাটিয়ে উঠতে পারে নি। এমনকি অধিক গ্রামাঞ্চল এর মানুষ এখনও স্বাভাবিক জীবন যাপন শুরুই করতে পারেনি। মেলেনি সরকারি তরফে যথাযোগ্য ত্রান । অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে মানুষ। তার মধ্যে এই ঘূর্ণিঝড়ের আগামবার্তা যথেষ্ঠ চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আস্তে আস্তে করোনা সংক্রমণ ও লকডাউন এর জের খানিকটা হলেও কাটিয়ে বাঙালির সর্বশ্রেষ্ঠ আনন্দ উৎসবে মেতে উঠেতে চলেছে বাঙালি। ভালোই শুরু হয়েছে পূজোর কেনাকাটা। কিন্তু পূজোর মুখে মিলছে না স্বস্তি।

খবরে প্রকাশ আন্দামানের উপর তৈরি হয়েছে এক গভীর নিম্নচাপ। একসঙ্গে পূর্ব ও পশ্চিম বঙ্গোপসাগরে এক অতি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এই দুইয়ের প্রভাবে ভাসতে পারে কলকাতা সহ গোটা পশ্চিমবঙ্গ। আগামী কয়েক দিনের মধ্যে ঝড়বৃষ্টি শুরুর সম্ভাবনা রয়েছে। এবারের ঘূর্ণিঝড়ের নাম “গতি”। গতি ক্রমশ গতি বাড়িয়ে মূল ভূখণ্ডের দিকে এগিয়ে আসতে চলেছে এবং পুজোর মুখেই তা আছড়ে পড়বে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বিস্তৃর্ণ এলাকা তে।সম্ভবত এগারো / বারো তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড় তার প্রভাব খাটাতে শুরু করবে। জানা গেছে এই ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিবেগ ১২০ কিলোমিটার বেগে। আমফানের গতিবেগের ধাঁচেই এগোবে ‘গতি’। কলকাতা সহ দুই চব্বিশ পরগনা ,হাওড়া , হুগলি ও ওড়িষার উপর দিয়ে বয়ে যাবে।


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।